
পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারত কোনো ভাবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না এমনটাই মক্তব্য বিসিসিআই সচিব জয় শাহের। আর বিসিসিআই সচিবের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় ক্রিকেট বিশ্ব। প্রসঙ্গত, ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন এর দায়িত্বভার পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর পড়েছে।
তবে কিছুদিন আগে বিসিসিআই সচিব নিজের বক্তব্যে বলেছিলেন যে, ২০২৩ এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেই থাকবে। কিন্তু তারা চেষ্টা করছেন যাতে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টের আয়োজন না করে পিসিবি টুর্নামেন্টটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। যাতে ভারতীয় ক্রিকেট দল কোনও দ্বিধাবোধ ছাড়াই অংশগ্রহণ করতে পারে।
এর আগেও করোনা মহামারীর সময় ভারত যেভাবে ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের মাটিতে অনুষ্ঠিত না করে সেটি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করেছিল। ঠিক সেভাবেই আগামী ২০২৩ এর এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন না করে যাতে কোন নিউট্রাল ভেন্যুতে আয়োজন করা হয় তার প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই।
তবে বিসিসিআই এর এই মতামতের সঙ্গে কিছুতেই সহমত হতে পারছে না পাকিস্তানি ক্রিকেট বোর্ড। রীতিমত ক্ষোভে ফেটে পড়েছেন তারা। তবে তারাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আগামী বছর ভারতে আয়োজিত ৫০ ওভারের ক্রিকেট খেলতে আসবে না পাকিস্তান। তবে, এসব বিতর্ক চলাকালীন বিচক্ষণতার পরিচয় দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তার কথায়, ক্রিকেট থেকে আইসিসি যে রাজস্ব সংগ্রহ করে তার সিংহভাগটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আসে। সুতরাং, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না। মোদীর একটা সিদ্ধান্তেই ধ্বংস হয়ে যেতে পারে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।
PCB responds to ACC President’s statement
Read more ➡️ https://t.co/mOLMp4emI3 pic.twitter.com/wjjQQy4IXa
— Pakistan Cricket (@TheRealPCB) October 19, 2022
সম্প্রীতি রামিজ রাজা একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৫০ শতাংশ কাজকর্মই ICC-র আর্থিক সাহায্যে চলে। আর যত বেশি টুর্নামেন্ট ICC খেলাবে, তত বেশি টাকা ওদের হাতে আসবে। আর সেই টাকা সদস্য বোর্ডগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর ICC-র যে লক্ষ্মীলাভ হয়, সেই টাকার ৯০ শতাংশই ভারতীয় ক্রিকেট থেকে আসে।’
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘ফলে একথা বলা যেতেই পারে যে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই আসলে পাকিস্তান ক্রিকেটকে চালাচ্ছে। যদি কাল ভারতের প্রধানমন্ত্রী একথা মনে করেন যে আমরা পাকিস্তান ক্রিকেটকে আর কোনওরকম আর্থিক সাহায্য করব না, তাহলে এই পাকিস্তান ক্রিকেট ধ্বংসও হয়ে যেতে পারে।’
বর্তমানে এই ভিডিওটি টুইটারে যথেষ্ট ভাইরাল হয়েছে এবং অনেক ক্রিকেটপ্রেমী এই ভিডিওটিতে তাদের মতামত জানিয়েছেন। তবে অধিকাংশ নেট নাগরিকদের বক্তব্য যেখানে পাকিস্থান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের মনেই ভয় রয়েছে যে ভারত টাকা না দিলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ওই দেশের ক্রিকেট বোর্ড ভারতে খেলতে না আসার হুঁশিয়ারি দেয়।
এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া বলেছেন, ‘লোকে যা খুশি বলুক না কেন, বাস্তবের ছবিটা একেবারেই ভিন্ন। রামিজ রাজা এবং ইমরান খান ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক কতটা শক্তিশালী। যাবতীয় রাজস্ব ভারতীয় ক্রিকেট বোর্ডই দেয়। ফলে দুর্বল পাকিস্তানকে কখনই ভারতে আয়োজিত বিশ্বকাপ প্রত্যাখ্যান করা উচিত নয়।’