roller, dead, road roller, west bengal news, রহস্যময় মৃত্যু, মৃত্যু
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাতের অন্ধকারে শহর কলকাতায় এক রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে রাস্তায় চলছে চালকবিহীন রোলার। এটাকি সম্ভব?

গত শুক্রবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার বিডন স্ট্রিট গোয়াবাগান বস্তির কাছে। হঠাত্‍ রোড নির্মাণকারী চালকবিহীন রোলার পিছনের দিকে চলতে শুরু করে এবং রোলারের তলাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন। তারা দেখেন ইঞ্জিন চালু অবস্থায় রোলারের পিছন চাকার তলায় পৃষ্ঠ অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। এই অবস্থা দেখে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করতে না পারায় তড়িঘড়ি করে খবর দেয় পার্শ্ববর্তী থানাতে।

ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই মজুদ হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রহস্যময় মৃত্যু হয়েছে যে ব্যক্তির তার নাম খোকন দাস। পেশায় তিনি ভ্যান চালক। গোয়াবাগান বস্তিতে তিনি থাকতেন। পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, গোয়াবাগান এলাকায় একটি রোড মেরামতের জন্য পৌরসভার তরফ থেকে আনা হয়েছিল রোলার। গত শুক্রবার দিনভর রাস্তা নির্মাণকার্য চলে এবং দিনশেষ রোলার ইঞ্জিন বন্ধ করে চলে যান রোলার চালক। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতে তারা যখন খোকন দাস নামে ওই ব্যক্তিকে চাপা পড়ে থাকতে দেখে তখন রোলারের ইঞ্জিন চালু ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই বন্ধ করা হয় ইঞ্জিন।

এমনই রহস্যময় মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। তদন্তকারীরা একটি মদের বোতল উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে। মদের বোতল কে ঘিরে পুলিশের মতামত, নেশাগ্রস্ত হয়ে খোকন কোন ভাবে রোলারটি চালু করেছিলেন। রোলার টি চালু হলেই পিছনের দিকে চলতে থাকে। এছাড়াও তাদের মতে, রোলারের চালকের সিট অনেক উঁচুতে হওয়ায়। সেখান থেকে নামতে গিয়ে হয়তো ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে রোলারের পিছন চাকায় পিষ্ট হয়ে যান খোকন।

তবে অন্যদিকেও তারা জানিয়েছেন, রোলার এর পিছনের দিকে রোডে হয়তো বসে ছিলেন খোকন অন্য কেউ তার উপরে রোলার চালিয়ে দিয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছে। এই ঘটনায় ওই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখা হবে বলে তদন্তকারীরা জানিয়েছে। কিন্তু ওই এলাকায় এখনো পর্যন্ত একটিও সিসি ক্যামেরা পাওয়া যায়নি বলে খবর।