rajasthan, ashok gehlot, 500 rupees for LPG in rajasthan, রাজস্থান, অশোক গেহলট, রাজস্থানে ৫০০ টাকায় জ্বালানি গ্যাস, lpg price
কেবলমাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস ! বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমান বাজার দর অগ্নিমূল্য হওয়ার কারণে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে মাথার ঘাম ছুটছে জনসাধারনের। জ্বালানি গ্যাসের দাম দিনদিন বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু গ্যাসের দাম নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার থেকে মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস।

বর্তমানে একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারের দাম ১০৫০ টাকা। গ্যাসের দাম এত বৃদ্ধি পাওয়াতে প্রায় সকলেরই এই জ্বালানি কিনতে গিয়ে পকেটে টান পড়ছে। জনগণের সুবিধার কথা মাথায় রেখে গত সোমবার একটি জনসভায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, পরের মাসের বাজেটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। যাঁরা দরিদ্র এবং উজ্জ্বলা স্কিমের অন্তর্ভুক্ত, তাঁদেরকে প্রতি বছর ১২ টি সিলিন্ডার ৫০০ টাকার বিনিময়ে দেওয়া হবে।

এই প্রসঙ্গে এখনোও পর্যন্ত জানা গিয়েছে যে, রাজস্থানে দরিদ্রসীমার নিম্নে থাকা পরিবারদেরই একমাত্র এই সুবিধা দেওয়া হবে। এছাড়াও যে সকল পরিবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় রয়েছে তারাও এই বিশেষ সুবিধাটি উপভোগ করতে পারবেন। যে সকল পরিবারের কাছে বিপিএল কার্ড আছে সেই সকল পরিবাররাও প্রত্যেক মাসে একটি করে অর্থাৎ বছরের ১২টি সিলিন্ডার মাত্র ৫০০ টাকা করে দিয়ে নিয়ে যেতে পারবেন।

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে এই দুর্দান্ত সুবিধাটি পাওয়া যাবে। এই সিদ্ধান্তের ফলে হাসি ফুটেছে রাজস্থানের জনগনের মুখে।