boycott rashmika, rashmika mandana, letter of rashmika mandana, দক্ষিণী ফিল্ম সংগঠন, বয়কট রশ্মিকা, রশ্মিকা মান্দানা, রশ্মিকা মান্দানার চিঠি
দক্ষিন ভারতে 'বয়কট রশ্মিকা' ঝড়ের মাঝেই খোলা চিঠি অভিনেত্রীর | ছবি - ইনস্টাগ্রাম

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রশ্মিকা মান্দানা দক্ষিণ ভারত তথা সমগ্র দেশের জাতীয় ক্রাশ হয়ে উঠেছিলেন অনেকদিন আগেই, কিন্তু ‘পুষ্পা’-র শ্রীবল্লি হওয়ার পর তার চাহিদা হয়ে উঠেছে আকাশ ছোঁয়া। এর পরেও মন ভালো নেই তার। কারণ নিন্দুকদের ব্যঙ্গ ও বিদ্রুপ প্রতিনিয়ত তাকে বিদ্ধ করে চলেছে। তবে অভিনেত্রী এবার আর সেগুলি উপেক্ষা করে এড়িয়ে গেলেন না। তার অনুরাগীদের খোলা চিঠিতে জানালেন তার মনের কথা।

২০১৬ সালে রশ্মিকা মন্দানা ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম সিনেমাই সুপার হিট হওয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। তারপর তামিল ও তেলেগু ভাষাতেও অনেকগুলি ছবি করেন। ‘পুষ্পা: দা রাইজ’ সিনেমাতে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয়তার শিখরে পৌছান রশ্মিকা।

সম্প্রীতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। আর এই সাক্ষাৎকারই তার কাল হয়েছে। সেখানে রশ্মিকা তার নিজের ক্যারিয়ারের শুরুর দিন গুলি নিয়ে কথা বলেছেন। কিন্তু বলতে গিয়ে তার প্রথম কাজের প্রোডাকশন হাউজের নাম বলতে ভুলে গিয়েছিলেন। আর সেই প্রসঙ্গেই সকলে চড়াও হয়েছেন রশ্মিকার উপর। কেউ কেউ তো এক পা বাড়িয়ে তাকে অকৃতজ্ঞ বলতেও পিছুপা হননি। এই ঘটনার জেরেই তাকে বয়কট করার ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এমনকি দক্ষিণী ফিল্ম সংগঠন এবং প্রযোজক গোষ্ঠীও এই ঘটনায় তার বিরুদ্ধে গিয়েছে।

রশ্মিকা অভিনীত সিনেমা ‘গুড বাই’ মুখ থুবড়ে পড়ার পর থেকেই এই সমালোচনা শুরু হয়েছে। আর এই সমালোচনার রুখতেই তিনি এভাবে চিঠি লিখেছেন। তিনি বলেছেন, নেটদুনিয়ায় আমায় যখন হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, যা বলিনি তা নিয়ে কটাক্ষ করা হয়, আমার মন ভেঙে চুরমার হয়ে যায়। সত্যি কথা বলতে কি এগুলো চূড়ান্ত হতাশাজনক।

রশ্মিকা বলেন, তিনি জানেন পৃথিবীতে একসাথে সকলের ভালোবাসা পাওয়া যায় না। তবুও তা মেনে নিলেও মন খারাপ তো হয়ই। তিনি সমালোচনাকে ভয় পান না, কারণ সমালোচনা মানুষের ভুলকে শুধরে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অভিনেত্রীর দাবি, তিনি এই সমস্ত অনৈতিক মন্তব্য পরোয়া করেন না, তাই সবকিছু পিছনে ফেলে তিনি নিজের কাজ করে যাবেন। আর নিজের ভক্তদের ভালোবেসে যাবেন। তবে তাকে বয়কট করা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

রশ্মিকা মান্দানার বক্তব্য, শুধুমাত্র এক সপ্তাহ বা এক মাস ধরে এই নিন্দা চলছে না, এটা চলছে অনেক বছর ধরেই। ক্যারিয়ারের শুরু থেকে তাকে নানা রকম নেতিবাচক কথা শুনতে হয়েছে। যেগুলি তাকে ভীষণভাবে আঘাত দিয়েছে। অনেকেই রশ্মিকাকে সমালোচনা এড়িয়ে যেতে বলেছেন। কিন্তু তিনি মনে করেছেন এর জবাব দেওয়া উচিত।