পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বণিকসভার বৈঠকে রাজ্যে লকডাউন এ বেশকিছু ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের তৃতীয়বার জিতের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে গতকাল লকডাউন চলাকালীন একাধিক ছাড়ের ঘোষণা করেছেন তিনি।
এদিন বণিকসভার বৈঠকে হোটেল, রেস্তোরাঁ, খুচরো বাজার এবং শপিং মল নিয়ে ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত জায়গায় ছাড় দিলেও বেশ কিছু শর্ত মানতে হবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দের। হোটেল এবং রেস্তোরাঁর ক্ষেত্রে তাদের সমস্ত কর্মীকে টিকাকরণ করাতে হবে। তবেই বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁগুলি।
খুচরো বাজারের দোকান গুলির ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হলো এক ঘন্টা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে খুচরো দোকানগুলি খোলা থাকবে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত। কিন্তু গতকালের নয়া নির্দেশিকা অনুযায়ী এখন থেকে এই দোকানগুলো খোলা থাকবে বারোটা টা থেকে বেলা চারটে পর্যন্ত।
শপিং মল এর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা এই নিয়ে আলোচনা করছি। আগামী ১৫ ই জুনের পর শপিং মল খোলা নিয়ে নির্দেশিকা জারি করা হবে। শপিং মল খুললে বেশ কিছু শর্তও আনা হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউন হওয়ার প্রভাবে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন রাজ্যে। সেই কারণে ধীরে ধীরে বিভিন্ন পরিষেবার ওপরে ছাড় আনতে চলেছে রাজ্য সরকার।