পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল হতে না হতেই মুখ ভার করে বসেছে আকাশ। গোটা রাজ্যের আকাশ যেন মেঘের বলায় চাদরে ঢেকে রয়েছে। ইতিমধ্যেই দেখা মিলেছে আলসে গুড়ির। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছিল যে, শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে শুরু করবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার সারাদিন প্রবল বৃষ্টির পর শুক্রবার থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হতে শুরু করে। তবে শনিবার সকাল হতে না হতেই গম্ভীর মুখ করে বসে আছে আকাশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারণে বর্ষার পরিমাণ কিছুটা কমেছে বঙ্গে।
নিম্নচাপ সম্পূর্ণ সরে যাওয়ার আগে আজ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে এবং তারই সাথে বাড়বে তাপমাত্রার পারদ।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার কারণে সেখানে ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।