narendra modi, BJP, Job news, jobs, নরেন্দ্র মোদী, বিজেপি, চাকরির খবর, চাকরি
চাকরির দুশ্চিন্তা কাটিয়ে এবার প্রধানমন্ত্রী অনুমদিত 'রোজগার মেলা'! ১০ লক্ষ প্রার্থীর স্বপ্নপূরণ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতে যখন তরুণ তরুণীরা চাকরির অভাবে হতাশ, ঠিক তখনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১ হাজার তরুণ-তরুদের চাকরির পাকাপাকি ব্যবস্থা করে দিলেন। দেশে আয়োজিত হয়েছিল ‘রোজগার মেলা’ আর তারই মাধ্যমে আজ প্রায় ৭১ হাজার ছেলেমেয়েদের হাতে তুলে দিলেন নিয়োগ পত্র। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ করে দিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নিয়েছিলেন ভারতের ১০ লক্ষ মানুষের কর্মসংস্থানের যোগান দেবেন। ইতিমধ্যে ‘রোজগার মেলা’ নামক চাকরির বাজার থেকে এখনো ১.৫ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ২০২২ এর ২২শে অক্টোবর প্রথম এই ‘রোজগার মেলা’ উদ্বোধন করা হয়। প্রথম পর্বে প্রায় ৭৫ হাজার তরুণ তরুণী চাকরি পেয়েছিলেন।

শুক্রবার আবারো ভারতের ৭১ হাজার তরুণ তরুণদের মুখে হাসি ফোটালেন নরেন্দ্র মোদি। তাদের হাতে দিলেন নিয়োগ পত্র। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনেক তদন্তের সঙ্গে সরাসরি কথোপকথন করেন এবং আবারও আশ্বাস দিলেন যে, এইভাবে ধাপে ধাপে তিনি ১০ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা একদিন সম্পন্ন করবেন।

এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। তারা সকলেই এক এক করে তরুণ তরুণদের হাতে নিয়োগ পত্র তুলে দেন এবং প্রতিশ্রুতি দেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই তাদের লক্ষ্য পূরণ করবেন। এই ‘রোজগার মেলা’ থেকে যে সমস্ত চাকরি পাওয়া গেছে তার একটি তালিকা প্রকাশিত হলো –
লোকো পাইলট
সাব ইন্সপেক্টর
কনস্টেবল
জুনিয়র ইঞ্জিনিয়ার
টেকনিশিয়ন
স্টেনোগ্রাফার
গ্রামীণ ডাক সেবক
শিক্ষক
জুনিয়র একাউন্টেন্ট

এছাড়া শোনা গিয়েছে ডাক্তার, নার্স এই ধরনের উচ্চ পদেও নিয়োগ করা হচ্ছে।