oxygen cylinder, oxygen, অক্সিজেন কালোবাজারি
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা সংক্রমনের জেরে গোটা দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার বাড়ছে। কোভিড হাসপাতাল গুলিতেও নেই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। এমন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে অক্সিজেনের কালোবাজারি।

করোনার প্রকোপ যে হারে বেড়ে চলেছে তাতে করোনা মোকাবিলায় থমকে দাড়িয়েছে গোটা দেশ। প্রতিনিয়ত করোনা সংক্রমনের জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ ও অক্সিজেন পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্র, দিল্লির মত এবার অক্সিজেনের আকাল দেখা দিয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ তেলেঙ্গানাতেও।

কোভিড হাসপাতাল গুলিতে নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন কিন্তু ব্যবসায়ীরা চালাচ্ছে অক্সিজেনের কালোবাজারি। দিল্লির এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো ৪৮ টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ রেখে বাইরে চড়াও দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছিলেন। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ টি বড় অক্সিজেন সিলিন্ডার এবং ১৬ টি ছোট অক্সিজেন সিলিন্ডার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় অক্সিজেন সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার গুলিতে অক্সিজেন ভরা হচ্ছে এবং সেগুলি বাইরে চড়াও দামে বিক্রি করা হচ্ছে চুপি চুপি। এক একটি সিলিন্ডার ১২,৫০০ টাকা করে বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী এই ঘটনায় হাতেনাতে ধরা পড়ে দিল্লি পুলিশের কাছে। জানা গিয়েছে, তার নাম অনিল কুমার। ৫৪ বছর বয়সী ওই ব্যবসায়ী চালাচ্ছে অক্সিজেনের কালোবাজারি।

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীকে লাইসেন্স দেখাতে বলা হলে কোন প্রকার লাইসেন্স দেখাতে পারেননি। সেই জন্যই ৪৮ টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে পুলিশ। গোটা দেশ চরম সংকটের মধ্যে, সেই সময় অক্সিজেন নিয়ে কালোবাজারি করে চলেছেন অনিল কুমার।