oxygen, oxygen express, corona, corona virus, অক্সিজেন এক্সপ্রেস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনা ভাইরাস গোটা দেশকে গ্রাস করে বসেছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনার প্রভাব খুবই আশঙ্কাজনক। কোভিড চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছেনা বেড এমনকি আকাল দেখা দিয়েছে অক্সিজেনেরও।

অক্সিজেন এর সংকটে রোগীর মৃত্যু হয়েছে এমন ঘটনা বিভিন্ন স্থান থেকে উঠে আসছে। কোভিড সংক্রমনের কথা বলতে না বলতেই সর্বপ্রথম মনে পড়ে যায় মহারাষ্ট্রের কথা। ভারতে সবথেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পর এবার অক্সিজেনের আকাল দেখা গিয়েছে দিল্লিতেও। দিল্লিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই।

করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দরকার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন-এর। করোনা মোকাবিলায় অক্সিজেনের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো তেলেঙ্গানা। গতকাল বৃহস্পতিবার তেলেঙ্গানার বিশাখাপত্তনম থেকে ছুটল “অক্সিজেন এক্সপ্রেস”। অক্সিজেনের সংকট মেটাতে কোভিড হাসপাতালগুলিতে পৌঁছাবে অক্সিজেন।

গতকাল বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে “অক্সিজেন এক্সপ্রেস’। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, রাষ্ট্রীয় ইস্পাত নিগমের কাছে মহারাষ্ট্র থেকে সাতটি খালি অক্সিজেনের ট্যাঙ্ক এসে পৌঁছায়। সেগুলিকে গতকাল বৃহস্পতিবার সকালে লিকুইড মেডিকেল অক্সিজেন ভরা হয়। প্রতিটি অক্সিজেন ট্যাঙ্কে ১৫ টন লিকুইড মেডিকেল অক্সিজেন ভরা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ওই অক্সিজেন ট্যাঙ্কগুলি “অক্সিজেন এক্সপ্রেস” এর সাহায্য নিয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রেলমন্ত্রী পীযূষ গোয়াল ট্যুইট করে জানিয়েছেন, “প্রথম ‘অক্সিজেন এক্সপ্রেস’ লিকুইড অক্সিজেন ভর্তি করে ভাইজ্যাক থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে। দেশের কঠিন সময়ে রেল পাশে দাঁড়িয়েছে। নাগরিকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে রেল।”

দেশের কঠিনতম পরিস্থিতিতে এই কাজ অত্যন্ত উপকারী বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি অবস্থায় দেশের পাশে রেল সব সময় আছে। কঠিনতম পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থান থেকে অক্সিজেন নিয়ে প্রয়োজনীয় স্থানে অক্সিজেন পৌঁছে দেবে “অক্সিজেন এক্সপ্রেস”। এছাড়াও প্রয়োজনীয় জিনিস ও সরঞ্জাম পৌঁছে বিভিন্ন স্থানে পৌঁছে দেবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।