করোনা ভাইরাস, অক্সিজেন পার্লার , আলিপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এমত অবস্থায় রাজ্যে অভাব দেখা দিচ্ছে বেড, প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের। সারা দেশে বর্তমানে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। বর্তমানে সেই অবস্থার দিকে নজর দিয়ে শহরে শুরু হয়েছে এক অভিনব অভিযান। চালু হতে চলেছে অক্সিজেন পার্লার।

বর্তমানে কলকাতার আলিপুরে উত্তীর্ণ সভাঘরে এই অক্সিজেন পার্লার এর ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত অক্সিজেন পার্লার থেকে নিজের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন পাওয়া যাবে। এছাড়াও এটি বর্তমানে সেফ হোম হয়েছে, কিন্তু প্রয়োজন হলে এটিকে করোনা হাসপাতালে পরিণত করা যাবে বলে জানানো হয়েছে।

রাজ্যে এই অক্সিজেনের ঘাটতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ” আমাদের বাংলায় অক্সিজেন সাপ্লাই করত সেল (SAIL)। এখন সেই সংস্থার অক্সিজেন কেন্দ্র উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যাচ্ছে।” এছাড়াও তিনি বলেন যে, “আমরা ইন্ডিয়ান অক্সিজেনটা তুলে নিয়েছি। আগে ১৫ হাজার সিলিন্ডার ছিল। আরও ৫ হাজার সিলিন্ডার নিয়েছি। এখন ২০ হাজার সিলিন্ডার রয়েছে। আরও জোগান বাড়াতে কথা বলেছি।” উত্তরপ্রদেশে অক্সিজেন সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন যে, ” সেল ইউপিতে অক্সিজেন দিলে আমরা কথায় যাব ?”

রাজ্যে করোনা ভাইরাসের বাড় বাড়ন্তের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে দোষারোপ করে বলেন যে, “বাংলায় ক্ষমতা দখল করতে এসেছে। বাংলাকে কোভিড সংকটে ফেলে দিয়েছে।” এছাড়াও প্রয়োজনীয় ওষুধের অভাব নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন যে, ভারতে করোনা মেডিসিনের ৬৫ শতাংশই কেন্দ্র সরকার বিদেশে পাঠিয়ে দিয়েছে।

কিন্তু করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে শহরে অক্সিজেনের এমন অভিনব উদ্যোগ যে সাধারণ মানুষকে আশার আলো দেখাচ্ছে। কিছুটা হলেও সাধারণ মানুষকে সুরহা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।