পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় সারা দেশের বিভিন্ন রাজ্যে চাহিদা দেখা দিয়েছে অক্সিজেনের, করোনার দরকারি ওষুধের। সারা দেশের মত পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। অভাব দেখা দিয়েছে অক্সিজেনেরে।
বর্তমানে সারা দেশের মত রাজ্যেও অক্সিজেনের জোগান দিতে এগিয়ে আসছে একের পর এক হেভিওয়েট মানুষেরা। এবারে সেই লক্ষ্যে এগিয়ে এলেন বাংলার তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
শুক্রবার জেলা শাসক শরদ কুমার ত্রিবেদীকে চিঠি দিয়ে জানান যে, তিনি নিজের লোকসভা ক্ষেত্রে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ইচ্ছুক। এছাড়া অত্যাধুনিক ভেনটিলেশান সহ দুটি অ্যাম্বুলেন্স প্রদান করার কথাও বলেন। তিনি এই সমস্ত কাজ করবেন নিজের সাংসদ তহবিলের অর্থে সেটাও তিনি জানান।
এছাড়া জেলাশাসকের কাছে তিনি অনুরোধ করেন যে, জেলা শাসকের তত্বা বধানে এই কাজ সুসম্পন্ন হবে। যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ প্রতি নিয়ত বেড়ে চলেছে এবং সেই ক্ষেত্রে রাজ্য এবং দেশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সকলকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের জোগান।
দেশের বর্তমান পরিস্থির দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব। এমত অবস্থায় বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা অধীর রঞ্জন চৌধুরীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী।
এর আগেও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কে বিভিন্ন রাজনৈতিক মতবাদের ওপরে উঠে এসে মানুষকে সাহায্য করতে দেখা গিয়েছে। হয়তো এই জন্যই জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গে সেইভাবে আধিপত্য না থাকলেও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তারা আসন বরাবরই ধরে রেখেছেন। এজন্যই তাকে বাংলার কংগ্রেসের ওয়ান ম্যান আর্মি বলা হয়।