পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা যতই বেড়ে চলেছে ততই অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এরই মধ্যে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে মৃত্যু হল ২২ জন করোনা রোগীর। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাসিকে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকে জাকির হোসেন হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হঠাৎই জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে যায়। জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওই হাসপাতালে ভর্তি ছিল ১৭১ জন রোগী।
অক্সিজেন ট্যাঙ্ক লিক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ওই হাসপাতলে ভর্তি রোগীদের মধ্যে ৩১ জন রোগীকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। বাকিদের সরানো সম্ভব হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। অক্সিজেন ট্যাঙ্ক লিক হওয়ায় সর্বপ্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ১১ জনের। পরবর্তীতে খবর আসে ওই ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের।
হাসপাতাল সূত্রে খবর, এদিন জাকির হোসেন এনএমসি হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্ক ভর্তি করার সময় ট্যাঙ্কটি ক্লিক হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার ফলে প্রায় আধাঘণ্টার উপর হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।
ওই হাসপাতলে ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই রোগী ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন বলে খবর। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্বাসকষ্টে ধুকতে ধুকতে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগীরা। নাসিকের ডিএম জানিয়েছেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।”
এই ঘটনায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর রাজেশ তোপে (Rajesh Tope) জানিয়েছেন, “আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে যে সমস্ত রোগী ছিলেন তারা মারা গেছেন। তাদের যে ট্যাঙ্ক থেকে অক্সিজেন দেওয়া হচ্ছিল সেখানে লিক হয়েছিল। এ ব্যাপারে যথাযথ তদন্ত করা হবে।”
ইতিমধ্যেই নাসিকের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, এত বড় একটা হাসপাতালে কিভাবে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটলো? এমনকি ওই হাসপাতালে কোনো গাফিলতি আছে কিনা সে ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছেন।