corona, new variant bf.7, করোনা, নতুন ভেরিয়েন্ট বিএফ ৭, gangasagar mela, christmas celebration
আতঙ্ক বাড়াচ্ছে BF.7 ! তবে বন্ধ নয় উৎসব, চলবে বড়দিনের সেলিব্রেশন এবং গঙ্গাসাগর মেলা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বর মানে শুরু হয়ে যায় উৎসবের মেলা। একে একে বড়দিন, নতুন বছর, সাথে উপরি পাওনা গঙ্গাসাগরের মেলা। বিগত কয়েক বছর করোনার থাবা কেড়ে নিয়েছিল এই সকল উৎসবের আনন্দকে। তাই ২০২২ এর প্রথম থেকেই সাধারণ জনগণ খুব উৎসাহের সাথে এ বছরের প্রত্যেকটি উৎসবকেই উপভোগ করতে প্রস্তুত ছিল। কিন্তু এর মাঝেই চোখ রাঙাচ্ছে করোনার নতুন রূপ বিএফ ৭।

রাত পোহালেই তোরজোর শুরু হয়ে যাবে সারা কলকাতা জুড়ে বড়দিনের অনুষ্ঠান। এরপরই লাইনে রয়েছে ৮ই জানুয়ারি গঙ্গাসাগরের মেলা। অথচ চীন, আমেরিকায় রোজই বাড়ছে করোণা আক্রান্তদের সংখ্যা। ভারতে আপাতত চারজন আক্রান্ত হয়েছে বিএফ ৭ ভেরিয়েন্টে। এই অবস্থায় স্বভাবতই সাধারণ মানুষের একই প্রশ্ন সরকারের কাছে যে – এর মাঝে কি করে সম্ভব আসন্ন উৎসবগুলি পালন করা ?

বৃহস্পতিবার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী বর্ষবরণ ও গঙ্গাসাগরের মেলা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি উৎসবই পালন করা হবে এই বছর। কিন্তু জারি হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উক্ত সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের সঙ্গেও কোন দ্বিমত হয়নি বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানান, মানুষ উৎসব পালন থেকে কি বিরত থাকবে? এখন এখানে কোভিড হচ্ছে না, তাই মানুষ নিজেদের ইচ্ছেমতো ঘুরছেন। যদি আসে আমরা নিশ্চয়ই বলব মাস্ক পরার কথা।বাংলায় কোভিড সংক্রমিত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করা হচ্ছে। সে রকম হলে যথাসম্ভব পদক্ষেপ নেওয়া হবে। এর জন্য নির্বাচিত হবে বিশেষ এক টিম। সমস্ত কিছু যাতে করোনার প্রোটোকল মেনেই হয়, সেই দিকেও কড়া নজর রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।