bangladesh, pori moni, bangladeshi actress, pori moni is getting divorce for fifth time, বাংলাদেশ, পরীমনি, বাংলাদেশী অভিনেত্রী, পঞ্চমবারের মতো বিবাহবিচ্ছেদ নিতে চলেছেন পরীমনি
পঞ্চম বারের মতো বিবাহবিচ্ছেদের পথে বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমনি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের একটি অতি পরিচিত এবং অতি চর্চিত নাম হলে পরীমনি। আর গত বছরের মতোই নতুন বছরের শুরুতেও পরীমনিকে নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সুত্রের খবর, ঢাকার এই বিতর্কিত অভিনেত্রী নাকি এবার তার পঞ্চম বিবাহ ভাঙতে চলেছেন। এমনটাই জানা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে।

গত মাস থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, পরীমনি ও তার বর্তমান স্বামী রাজের সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে। কারণ পরীমনি অভিযোগ করেছেন, তার স্বামী শরীফুল রাজ নাকি তার সহ-অভিনেত্রী বিদ্যা সিনহার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। সেই প্রসঙ্গে পরীমনি সোশ্যাল মিডিয়াতে নিজের মনের কথা প্রকাশ্যেই বলেছিলেন।

এই ঘটনার পর যদিও বিদ্যা সিনহা, পরীমনির যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। সেই কারণেই ভবিষ্যতে শরীফুল রাজের সাথে আর কোনো কাজ করবেন না বলে জানিয়ে দেন ওই অভিনেত্রী। যদিও এরপরে স্বামীর সাথে মিটমাট হয়ে যায় পরীমনির। আর তারপর ফের ফেসবুকে দেখা যায় তার বিবাহ বিচ্ছেদের এই পোস্ট।

কখনও যৌন হেনস্থাকারী, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা সম্পর্ক প্রভৃতি কারণে পরীমনি সবসময়ই থেকেছেন চর্চায়। পরীমনি একজন ভালো অভিনেত্রী হবার পাশাপাশি একজন সাহসী নারীও বটে। আর তাই সব কিছুই তিনি প্রকাশ্যে বলতে ভালোবাসেন। যৌন হেনস্থা মামলায় সাংবাদিক বৈঠক ডাকেন তিনি নিজে। মাদককাণ্ডে ফেসবুক লাইভে এসে নিজের কথা বলেন।

পরীমনি হঠাৎ জানান যে, ২০২১ সালের অক্টোবর মাসে ‘গুনিন’ ছবির শ্যুটিং করতে করতে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি। আর তারই পাশাপাশি তিনি এও জানান যে, তিনি চলতি বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হয়েছেন। তারপর তাদের কোল আলো করে আসে তাদের সন্তান, শাহেম মুহাম্মদ রাজ। একই দিনে এই দুই খবর প্রকাশ্যে আনায় আশ্চর্য হয়ে যায় পরীমনির ভক্তরা। এবার আবার শুক্রবার মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন পরীমনি।

তিনি তার বর্তমান সংসারটি যে ভাঙতে চলেছেন সেই ইঙ্গিত দিয়েই করেন এই পোস্ট। যদিও সেই ফেসবুক পেজটি পরীমনির ভ্যারিফায়েড ফেসবুক পেজ কিনা সে বিষয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে বাংলা দেশের সংবাদমাধ্যমের। পরীমনির নামের ওই একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যে, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! একটু অসুস্থ সম্পর্ক থেকে আমি নিজেকে এবং রাজকে মুক্ত করলাম। জীবনে সব থেকে জরুরি সুস্থভাবে জীবনযাপন করা।