পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে “সোনার বাংলা” গড়ার স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে গেল বিজেপির। বিজেপির দাবি ছিল বাংলায় দু’শোর বেশি আসন পেয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি। কিন্তু সেটা আর হল না।
একুশের নির্বাচনে তৃণমূলের কাছে হার স্বীকার করার পর দলের বর্ষিয়ান নেতা সোশ্যাল মিডিয়ায় প্রথম বোমা ফাটালেন। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। ভারতীয় জনতা পার্টির হারকে ঘিরে দলীয় নেতাদেরই দুষলেন বিজেপি নেতা তথাগত রায়।
একুশের বিধানসভা ভোটের আগেই একাধিক অভিনেতা ও অভিনেত্রী রাজনৈতিক দলে যোগদান করেছিলেন। তাদেরকে প্রার্থীর টিকিট দিয়েছিল দল। তারকা প্রার্থীর মধ্যে বিজেপির হয়ে জয়লাভ করেছে হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু অন্যান্য অভিনেতা ও অভিনেত্রী যারা বিজেপির হয়ে প্রার্থীর টিকিট পেয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই পরাজয় হয়েছেন। তার মধ্যে পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পর্ণো মিত্র এই তিনজনের নাম তালিকাভুক্ত হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দোল পূর্ণিমার দিন গঙ্গার বুকে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রী চক্রবর্তী কে সেলফি তুলতে দেখা গিয়েছিল। বিজেপির পরাজয় এবং ওই ছবিকে ঘিরেই ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। দোল পূর্ণিমার দিনটি কে তুলে ধরে অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তথাগত রায়।
একটি টুইট করে তথাগত রায় জানিয়েছেন, “পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন। আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?”
পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?
— Tathagata Roy (@tathagata2) May 4, 2021
একুশের বিধানসভার নির্বাচনে বাংলায় পাখির চোখ করেছিল পদ্ম শিবির। প্রতিনিয়ত কেন্দ্র থেকে একাধিক তাবড় নেতা ও নেত্রী বাংলায় সভা করেছেন এমনকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও নিয়ম করে জনসভা করেছেন বঙ্গে। বিজেপির দাবি ছিল, বাংলায় এবার দু’শোর বেশি আসন বিজেপি পাবে। কিন্তু তার অর্ধেকও পূরণ করতে পারেনি বিজেপি। তবে বিজেপি নেতৃত্ব দের কাছে হার নিয়ে হতাশা থাকলেও তাদের মধ্যে একটাই সান্ত্বনা রয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার অধিক আসন বেশি পেয়েছে বিজেপি। তবে তাতে খুশি নন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।
তবে বাংলায় বিজেপি পরাজিত হওয়ার পর মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীলিপবাবু জানিয়েছেন, “আমরা অসম যুদ্ধে লড়েছি। আজ পর্যন্ত রেকর্ড হারে জিত আমরা জিতেছি। যেটা কেউ কল্পনাও করতে পারেনি। কেউ কল্পনার জগতে থাকতে পারেন, কিন্তু আমরা বাস্তবে লড়াই করছি।” তবে তথাগত রায় বিজেপি শীর্ষ নেতৃত্ব দের কাছে যে সমস্ত প্রশ্ন করেছেন? সেই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।