ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এস বি আই
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই ভাইরাসের দাপটে দেশের প্রায় সমস্ত পরিষেবা দিতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। তবে এবার বিঘ্ন ঘটতে পারে ব্যাঙ্কিং পরিষেবায়। ব্যাংক খোলার সময়সীমা অর্ধেক করার দাবি জানিয়েছে কর্মচারীরা।

ভারতের প্রতি মিনিটে করোনা সংক্রামিত হচ্ছেন চারজন মানুষ। সংক্রমিত হয়েছেন একাধিক ব্যাংক কর্মী। এবার তারই প্রভাব পড়তে পারে ব্যাঙ্কিং পরিষেবায়। গতকাল, স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি এবং রাজ্য সরকারের মধ্যে এই বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির একজন কর্মকর্তা।

স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্যাংক খোলা রাখা হোক। ৫০ শতাংশ কর্মচারীদের নিয়ে কাজ করা হোক তারও দাবি জানিয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি।

ইউনিয়নের তরফ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে অনেক ব্যাংকের কর্মচারী ভোটের কাজ করতে গিয়ে করনা সংক্রমিত হয়েছেন। একজন কর্মকর্তার মধ্যে ৪০ শতাংশ ব্যাংক কর্মীরা ইতিমধ্যেই করণা সংক্রমিত হয়েছেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম নিয়োগী জানিয়েছেন “স্টেট ব্যাঙ্ক কর্মী এবং অফিসার মিলিয়ে প্রতিদিন ৬০ থেকে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনেক কর্মী এবং অফিসারকে ভোটের ডিউটি দেওয়া হয়েছে। যেখান থেকে নির্বাচনের সরঞ্জাম আনতে হয়, সেখানে প্রচণ্ড ভিড়। সেই জায়গা থেকে বহু কর্মী করোনায় সংক্রমিত হচ্ছেন। এই সমস্ত কারণের জন্য আমরা ৫০ শতাংশ কর্মচারী দিয়ে সীমিত সময় অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্যাংক খোলা রাখার আবেদন করেছি রাজ্য সরকারকে রাজ্য সরকারকে।”