Disel Price, পেট্রোলের দাম, ডিজেলের দাম, petrol price
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভোট আবহের মধ্য দিয়েই কিছুটা দাম কমলো (Petrol Price) পেট্রোল ও ডিজেলের (Disel Price)। গত মাসে তিনবার পরিবর্তিত হয়েছে পেট্রোপণ্যের দাম। শেষ পরিবর্তিত হয়েছে ৩০ শে মার্চ।

৩০ শে মার্চ প্রতি লিটার পেট্রোলে ০.২১ পয়সা দাম কমে ছিল এবং প্রতি লিটার ডিজেলের দাম কমে ছিল ০.২৩ পয়সা। তারপর টানা ১৫ দিন কোন পরিবর্তিত হয়নি পেট্রোল-ডিজেলের দাম। ৩০ শে মার্চ পেট্রোপণ্যের দাম কমে কলকাতার বাজারে পেট্রোলের দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৭৭ পয়সা এবং ডিজেলের দাম কমে দাঁড়িয়েছিল ৮৩ টাকা ৭৫ পয়সা।

আজ ১৫ ই এপ্রিল বৃহস্পতিবার, ক্রমাগত পেট্রোপণ্যের দাম নিম্নমুখী। কয়েক মাস আগে পেট্রোপণ্যের দাম লাগাতার বেড়েই চলেছে। শেষমেষ এবার কিছুটা হলেও আম জনতার কাছে খুশির খবর। প্রতিদিন সকাল ৬ টার সময় পরিবর্তিত হয় পেট্রোপণ্যের দাম।

আজ পেট্রোপণ্যের নতুন দাম জারি করা হয়েছে। কিছুটা হলেও কমেছে দাম। আজ প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) কমানো হয়েছে ১৬ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম (Disel Price) কমানো হয়েছে ১৪ পয়সা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে তার ফলেই দেশের বাজারেও পেট্রোপণ্যের দাম কমছে। আজ পেট্রোপণ্যের দাম কমে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ৬২ পয়সা এবং দাম কমে প্রতি লিটার ডিজেলর দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৬১ পয়সা।

ব্যাঙ্গালোরে পেট্রোপণ্যের দাম কমেছে কিছুটা। ব্যাঙ্গালোরে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৩ টাকা ৪৩ পয়সা। গতকাল সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৯৩ টাকায় ৫৯ পয়সা। নয়ডাতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৮৮ টাকা ৬৯ পয়সা এবং গতকালের তুলনায় আজ পেট্রোলের দাম সেখানে ১৮ পয়সা কমেছে।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কোথায় কত-

  • কলকাতায় আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৯০ টাকা ৬২ পয়সা।
  • দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৪০ পয়সা।
  • মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬ টাকা ৮৩ পয়সা।
  • চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯২ টাকা ৪৩ পয়সা।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম কোথায় কত –

  • কলকাতাতে আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮৩ টাকা ৬১ পায়সা।
  • দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮০ টাকা ৭৩ পয়সা।
  • মুম্বাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৭ টাকা ৮১ পয়সা।
  • চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৫ টাকা ৭৫ পয়সা।