পশ্চিমবঙ্গ ডেস্কঃ কেদারনাথ ধামে যাওয়ার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে প্রাণ হারালেন পাইলট সহ ছয় জন। যার মধ্যে মহিলা ছিলেন চারজন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে মৃত বলে ঘোষণা করেছে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব। তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা ?
জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে পাঁচ জন তীর্থ যাত্রীকে নিয়ে ফাটা গ্রাম থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি হেলিকপ্টার। এরপর মন্দির পরিদর্শনের পর পোনে বারোটা নাগাদ হেলিকপ্টারটি কেদারনাথ থেকে উড়ান শুরু করে। তারপর হেলিকপ্টারটি গরুড় চটির কাছে এসে ভেঙে পড়ে। গরুড় চটির থেকে কেদারনাথের দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরাখণ্ড রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারপরই শুরু হয় উদ্ধারকার্য এবং ঘটনাস্থল থেকেই ৬ জনের দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার কার্য জারি রয়েছে।
এছাড়াও জানা গিয়েছে, কেদারনাথ থেকে হেলিকপ্টারটি যখন উড়ান শুরু করে তার কিছুক্ষণ পরে হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়। যার কারণেই ঘটে এমন ভয়াবহ দুর্ঘটনা। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যা ছবি এবং ফুটেজ পাওয়া গিয়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে ঘটনা স্থল ধোঁয়ায় ভরে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এমন দুর্ঘটনা হয়েছে। তবে কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
#WATCH | Uttarakhand: A helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes, casualties feared; administration team left for the spot for relief and rescue work. Further details awaited pic.twitter.com/sDf4x1udlJ
— ANI (@ANI) October 18, 2022
এই ঘটনায় কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জানিয়েছেন, ‘কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
অন্যদিকে এই ঘটনায় উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং টুইট করে জানিয়েছেন, ‘কেদারনাথের কাছে গরুড় চটিতে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় কিছু লোকের হতাহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’