পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মানুষের কটা হাত ? এমনিতে দুটি হাত কিন্তু অসুবিধা হলে জুড়ে যায় আরেকটি হাত। অজুহাত। আমরা বরাবরই দেখেছি পাশ্চাত্যের মিডিয়া যা বলবে অথবা যা লিখবে সেটাকেই চিরসত্য মেনে চলে দুনিয়া। পিচ নিয়ে ব্রিটিশ মিডিয়ার প্রশ্নের উত্তরে বিস্ফোরক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
চেন্নাইয়ের উইকেট ক্রিকেটের জন্য আদর্শ না হলেও তা নিয়ে প্রশ্ন তোলা কতটা ঠিক ইংল্যান্ডের ? প্রথম টেস্ট এই ঘূর্ণি উইকেটেই জিতেছে ইংল্যান্ড। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে টসে হেরে বেকায়দায় পড়ে ইংল্যান্ড দল। ভারতের প্রথম ইনিংসে ৩২৯ রানের জবাব দিতে গিয়ে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে ৫ উইকেট নেন দলের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
দ্বিতীয় দিনের খেলা শেষে রবিচন্দ্রন অশ্বিন যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাকে পিচ নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে অশ্বিন বলেন ” ভারতের বাইরে যখন সবুজ পিচে দেড়শ কিলোমিটার বেগে বল আসে এবং পিচ থেকে বল নড়াচড়া করে তখন আরো কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় ব্যাটসম্যানদের জন্য। সেই তুলনায় স্পিন বোলিং মাত্র ৮৫ কিলোমিটার বেগে বল আসে। পেসারদের বিরুদ্ধে ব্যাট করা অনেক বেশি চ্যালেঞ্জিং। স্পিনের বিরুদ্ধে ক্রিজে থাকতে হবে, তাহলেই রান আসবে। এটা আরেক ধরনের শিল্প।”
.@ashwinravi99 talks about having similar benchmarks to assess batsmen while facing spinners as well as seamers in different conditions. @Paytm #INDvENG #TeamIndia pic.twitter.com/7HATHE3ZJs
— BCCI (@BCCI) February 14, 2021
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিং দুর্দশার পর চেন্নাইয়ের পিচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এখানেই রবিচন্দ্রন অশ্বিন আরো বলেন ক্রিকেটে যেরকম পেস বোলিং আছে, তেমন স্পিন বোলিং আছে। দুটোই সমান ভাবে দেখা উচিত। কোনও পিচে পেস বোলিংয়ের জন্য সুবিধা থাকবে এবং অন্য পিচে স্পিন বোলিং এর জন্য সুবিধা থাকবে। এটাই স্বাভাবিক।
অজুহাত দেওয়াটা জানি একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড মিডিয়ার জন্য। চেন্নাইয়ের পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ না হলেও বল ঘুরলেই পিচের দোষ দেওয়াটা এবার বন্ধ করুক ইংল্যান্ড ক্রিকেট এর প্রাক্তনরা। ভারতীয় কোন প্রাক্তন ক্রিকেটারকে বিদেশের মাঠে ভারতকে সবুজ উইকেটে খেলতে দিলে তা নিয়ে আজ অব্দি কোন অজুহাত করতে দেখা যায়নি। তাই স্পিনকে বি ক্যাটাগরির ক্রিকেট বলাটা এবার বন্ধ করতে হবে ব্রিটিশ মিডিয়াকে।