পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য অনুদানের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প বার করা হয়েছে। তারই মধ্যে কৃষকদের কাছে অতি জনপ্রিয় একটি প্রকল্প হল “পিএম কিষান সম্মান নিধি” যোজনা। এই প্রকল্পে কৃষকরা প্রতিবছর ৬০০০ টাকা আর্থিক অনুদান পেয়ে থাকেন। এই ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে কেন্দ্র সরকার।
সূত্রের খবর অনুযায়ী, এই যোজনায় টাকা ডবল করার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার। কৃষকদের টাকা ডবল করার বিষয়ে ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বৈঠক করেছেন। তবে এমন সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে প্রতিবছর কৃষকরা ৬০০০ টাকার বদলে পাবেন ১২,০০০ টাকা। বর্তমানে যেমন তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়, তেমনি এই সিদ্ধান্ত কার্যকর হলে তিন কিস্তিতে ৪০০০ টাকা করে দেওয়া হবে কৃষকদেরকে।
আপনি যদি এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাহলে এক্ষুনি নাম নথিভুক্ত করে ফেলুন। “পিএম কিষান সম্মান নিধি যোজনা” -তে নাম নথিভুক্ত করানোর জন্য নিজস্ব পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টার অথবা এডিও (Agriculture Department Office) অফিসে গিয়ে নিজস্ব নথিপত্র জমা দিয়ে আসতে হবে। নাম নথিভুক্ত করার জন্য কৃষকের কি কি নথিপত্র এর প্রয়োজন হবে? নিম্নে তার একটি তালিকা দেওয়া হল-
প্রয়োজনীয় নথিপত্রঃ
- নিজস্ব জমির পর্চা
- ভোটার কার্ড
- আধার কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- ব্যাংকের পাস বুক
এছাড়াও অনলাইনে আবেদন করা যাচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথম pm-kisan অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে ই-কর্নার অপশন টি ওপেন করতে হবে ভেতরে প্রবেশ করে, “নিউ ফার্মার রেজিস্ট্রেশন” এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর আপনার নিজস্ব পরিচয় পত্র ও নিজস্ব জমির তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে জমা দিতে হবে ব্যাংকের পাস বুক। তাহলে আপনি “পিএম কিষান সম্মান নিধি যোজনা”-য় নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
উল্লেখ্য, বিহারের কৃষিমন্ত্রী আমরেন্দ্র প্রতাপ সিংহ বেশ কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি “পিএম কিষান সম্মান নিধি যোজনা”-র টাকা দ্বিগুণ করার বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারাম এর সঙ্গে বৈঠকে বসেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলেই ৬০০০ টাকার বদলে ১২০০০ টাকা করে পাবে কৃষকরা।