viral news, chandighar traffic police, traffic police news
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। এরই মাঝে বাস্ত শহরে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে ছোট্ট শিশুকে কোলে নিয়ে ট্রাফিক সিগন্যালে ডিউটি করছেন এক মহিলা পুলিশ। কয়েক দিন আগেই ভাইরাল সেই ভিডিও। তোয়ালে মোড়া শিশু মায়ের নিরাপদ আশ্রয়স্থলে ঘুমান্ত অবস্থায় দেখা যাছে সেই ছবি।

এই ছবি ফুটে উঠেছে চণ্ডীগড়ের সেক্টর ২৯ এ। এই দৃশ্য দেখে অবাক পথ যাত্রীরা ও স্থানীয়ও বাসিন্ধারা। তিনি যেমন এক জন পুলিশ কর্মী তেমনই তিনি একজন মা। সদ্যজাত ছোট্ট শিশু কে কোলে কররে নিজের কর্তব্য পালন করছেন প্রিয়াঙ্কা। সেই ছবি দেখে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন কোনও এক বাক্তি। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যাই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর বিষয়টির উপর জোর দেয় চণ্ডীগড়ের প্রশাসন। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮ নাগাদ ডিউটিতে যোগদান করেন পুলিশ কর্মী প্রিয়াঙ্কা। শুক্রবার সদ্য শিশুর কাজ কর্ম গুছিয়ে আসতে দেরি হয়ে যায় প্রিয়াঙ্কার। ওই দিন ৮ টার বদলে ১১ টা নাগাদ ডিউটিতে যোগদান করেন তিনি।

কোলে ছোট্ট শিশুকে নিয়েই নিজের কর্তব্য পালন করছিলেন তিনি।  কিছু দিন আগেই পুলিশ কর্মী প্রিয়াঙ্কা মা হয়েছেন। কাজে ব্যস্ত থাকায় বাচ্চার দিকে নজর দিতে পারবেন না বলে তাকে প্রসাশনের তরফ থেকে ছুটি নেবার কোথা বলা হয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কা ছুটি নিতে নারাজ।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, কিছু দিন আগেই আমি মা হয়েছি। সন্তানের প্রতি আমার যেমন কর্তব্য তেমনই নিজের কাজের প্রতিও আমার একটা দায়িত্ব রয়েছে। তবে আমার বাচ্চা এখনও অনেক ছোট্ট। তাই সে আমাকে ছাড়া থাকতে পারেনা। তিনি জানিয়েছেন, বাচ্চা শিশুটিকে তিনি বাড়িতেই রেখে আসেন। কিন্তু মাকে না পেয়ে যখন বাচ্চা কান্নাকাটি শুরু করে। তখন প্রিয়াঙ্কার পরিবারের সদস্য বা তার স্বামী বাচ্চাটিকে তার কাছে নিয়ে আসেন। কিছুক্ষণ বাচ্চাটিকে কোলে করে রেখে কান্না থামিয়ে ফের বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।