পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পৌষ সংক্রান্তি এগিয়ে আসতেই শীতের দামামা স্তব্ধ হয়ে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের আমেজ বহাল থাকবে। দেখে নিন কেমন থাকবে আজকের (১২ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২.৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ : ৭৫ শতাংশ
সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ : ৫৪ শতাংশ
বাতাসের গতিবেগ : ০ কিমি/ঘন্টা
বৃষ্টির সম্ভাবনা : নেই
সূর্যোদয় : সকাল ৬টা ১৯ মিনিট
সূর্যাস্ত : সন্ধ্যা ৫টা ১১মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলি বেশ শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার এবং আজ থেকে আসন্ন তিন-চার দিনের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সমতলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাপের কুয়াশা পরার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
অপরদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়াও প্রায় উত্তরবঙ্গের মতোই শুষ্ক থাকবে এবং রাত্রের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলিয়াস বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে সকালে ভারী থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কেটে ঝলমলিয়ে রোদ উঠবে। রোদ ওঠার সাথে সাথে দিনের বেলায় ভালই গরম অনুভূত হবে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, আগামীকাল বা আগামী তিন-চার দিনে আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। কিন্তু কোথাও কোন বৃষ্টির পূর্বাভাস নেই এবং পৌষ সংক্রান্তির সময় জাঁকিয়ে শীতের আভাসও পাওয়া যাচ্ছে না। তবে পৌষ সংক্রান্তি কাটার পর আবার বঙ্গে প্রবেশ করতে পারে দাপুটে শীত।