পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত পাঁচ দিন ধরে যে হাড় কাঁপানো কনকনে ঠান্ডার ধারা চলছিল তাতে আপাতত ইতি পড়ল। শুধু তাই নয় পৌষ সংক্রান্তিতে শীত উধাও হয়ে যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে পৌষ সংক্রান্তি কাটলে ফের শীতের দেখা মিলবে গোটা বাংলা জুড়ে। দেখা যাক কেমন থাকবে আজকের (১১ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণঃ ৯২ শতাংশ
সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণঃ ৩১ শতাংশ
বৃষ্টিঃ সম্ভাবনা নেই
হওয়ার গতিঃ ১.৮ কিমি/ঘণ্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৯মিনিট
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ১০মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আগামী কয়েকদিন ধরে ঘন কুয়াশা পরার সতর্কবার্তা জারি হয়েছে। বিশেষত, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুয়ারে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাছাড়া মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দিনের বেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জেলায় ঘন কুয়াশা পড়ার কারণে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গতকালের মতো আজও দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে ততটা কুয়াশার প্রভাব দেখা যায়নি আজ। দিনের বেলায় যথেষ্ট গরম আবহাওয়া অনুভূত হলেও সন্ধে নামার পর থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কলকাতা শহরের উপরে বেশ গরম আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রাতের দিকে প্রবল শীত অনুভূত হতে পারে। বিশেষত, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রাতের দিকে ৭ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দুই-তিন দিন পর থেকে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই কারণে এবারের পৌষ সংক্রান্তি, বড়দিনের মতো উষ্ণ কাটবে বলে জানানো হয়েছে আবহাওয়ার দপ্তরের পূর্বাভাসে। শহরের বুকে সকালের দিকে হালকা ধোঁয়াশা দেখা দিলেও বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা মিলবে।