Murshidabad, farmer, মুর্শিদাবাদ, কৃষক
কৃষি উন্নতির স্বার্থে মুর্শিদাবাদে কৃষকদের হাতে তুলে দেওয়া হল পাওয়ার টিলার মেশিন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কৃষিকাজকে উন্নত করতে রাজ্য সরকার তরফে কৃষকদের বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। এবার সেই পথে এগিয়ে এলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে চাষিদের সহায়তা করতে ব্লকের কৃষি আধিকারিক তরফে চাষিদের হাতে তুলে দেওয়া হলো পাওয়ার টিলার যন্ত্র। এদিন ওই এলাকার ৬০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় পাওয়ার টিলার মেশিন।

বুধবার আনুষ্ঠানিকভাবে সেই এলাকার কৃষকদের হাতে তুলে দেওয়া হয় এই পাওয়ার টিলার। সরকারি সহায়তায় এই পাওয়ার টিলার পেয়ে খুশি সেই এলাকার কৃষকরা। সূত্র মারফতে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এই প্রতিটি পাওয়ার টিলার পিছু ৮৫ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে।

অর্থাৎ প্রায় অর্ধেক মূল্যে এই পাওয়ার টিলার হাতে পেয়েছে কৃষকরা। ফলে তাদের কৃষি কাজের জন্য এই যন্ত্র পেয়ে খুবই খুশি কান্দি ব্লকের কৃষকরা। জানা গিয়েছে, বুধবার কান্দি ব্লকের পাশেই মাইনোরিটি ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৬০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় এই পাওয়ার টিলার যন্ত্র।

এই অনুষ্ঠানে কোন কোন সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিন? সূত্রের খবর, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কান্দি ব্লক কৃষি দফতরের আধিকারিক ডঃ ব্রজগোপাল মন্ডল, কান্দি মহকুমা কৃষি দফতরের আধিকারিক পরেশ নাথ বল সহ আরো অনেকে।

তবে এদিন ৬০ জন কৃষকদের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়ার পর কান্দি মহকুমার কৃষি আধিকারিক বলেন, অনলাইনে আবেদন করলে এই পাওয়ার টিলার পাওয়া যাবে। তার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে। সেই পোর্টালের নাম হল ‘মাটির কথা’।

তিনি জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে এই অ্যাপে আবেদন করা যাবে। তবে আবেদন করার পর সেই আবেদনকারী ব্যক্তিকে অনলাইনের কাগজ, জমির কাগজ, ভোটার কার্ড সহ সমস্ত কিছু তিন কপি করে অফিসে জমা করতে হবে।

এরপর বিল পাঠানোর এক মাসের মধ্যেই সেই কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টিলার পাওয়ার মেশিন কেনার টাকা। যা কিনে জমিতে কাজ করতে পারবেন কৃষকরা। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনকারী কৃষকদের ১০০ একর জমির মালিকানা থাকতে হবে। তবেই এই টিলার পাওয়ার মেশিনের জন্য আবেদন করতে পারবেন কৃষকরা।