PMJKAY, free ration, ration
দু বছর চালানোর পর বন্ধ করা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, জেনে নিন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- প্রায় দু’বছর ধরে চলার পর বন্ধ করা হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMJKAY)। ফলে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কিলো করে গম পাওয়া থেকে বঞ্চিত হবে দেশের ৮০ কোটি মানুষ।

সূত্রের খবর কোভিডের সময় থেকে চলে আসা এই প্রকল্পকে আর টেনে নিয়ে যেতে চায়না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই ঘোষণার ফলে রেশন কর্মসূচিতে কোন পরিবর্তন আসছে না। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে পূর্বে যেভাবে রেশন দেওয়া হতো, তা একই রকম ভাবে চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

মন্ত্রিসভার বৈঠকের পর পিএমজেকেএওয়াই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ‘‘আমরা সবাই জানি, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায়। ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আর যাঁরা অন্নদাতা যোজনার অধীনে ৩৫ কেজি (২১ কেজি চাল এবং ১৪ কেজি গম) পেতেন, তাঁরা এটা বিনামূল্যেই পাবেন। বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্র এখন প্রায় ২ লক্ষ কোটি টাকার বোঝা বহন করবে।’’

ওয়াকিবহাল মহল মনে করছে সেই কারণেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করা হলো। উল্লেখ্য, ভারতে করোনা অতিমারির আবহে ‘আত্মনির্ভর ভারত’ -এর অন্তর্গত একটি প্রকল্প ছিল এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা। এই যোজনার দ্বারা কেন্দ্রীয় সরকার দেশের অধিবাসী এবং দারিদ্র সীমার নিচে থাকা মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতো। প্রকল্পটি শুরু করা হয় ২০২০ সালে।

প্রকল্পটি প্রত্যাহার করা নিয়ে নানা মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। যেমন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ এবং রেশন ডিলারস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, ‘‘করোনা আবহে গত আড়াই বছর যাবত কেন্দ্রীয় সরকার যে সুবিধা দিত, তা বন্ধ করে দিয়ে দেশের ৮০ কোটি মানুষকে নতুন বছরের উপহার দিল মোদী সরকার।’’

তিনি আরো বলেছেন, “২ লক্ষ কোটি টাকার ভর্তুকি দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল ঘোষণা করলেও আদতে ১ লক্ষ ৭০ কোটি টাকা বাঁচিয়ে নিয়েছেন এই বিনামূল্যে প্রকল্প বন্ধ করে দিয়ে। তাই আমদের দাবি, বিনামূল্যে যে রেশন প্রকল্প চলছে তা চলুক। পাশাপাশি করোনা আবহে শুরু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পও চলতে থাকুক। কারণ, করোনা এখনও শেষ হয়নি। নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে।’’