প্রশান্ত কিশোর, তৃণমূল কংগ্রেস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোর। ভারতীয় রাজনীতিতে চেনা একটি মুখ। তবে এবার বাংলায় সাফল্যের পর বিস্ফোরক ঘোষণা করলেন খোদ তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়ে তিনি জানালেন আর এবার থেকে ভোট কৌশলীর পেশায় তাকে দেখা যাবে না।

বাংলায় বিধানসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি নেতৃত্বে টানা তৃতীয়বার বাংলার মসনদে বসতে চলেছে সবুজ শিবির। কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য এত সোজা কি ছিল জয়ের পথ ? একদমই নয়। তৃণমূলকে আবার রাজ্যের পুনরায় ফিরিয়ে আনতে সবথেকে বড় অবদান ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাকের দলকেই দিতে হবে।

‘দিদিকে বলো’ থেকে শুরু করে ‘বাংলার গর্ব মমতা’, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এসবই প্রশান্ত কিশোরের অবদান। গত ডিসেম্বর মাসে নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে বিজেপির আসন সংখ্যা দুই এর ঘরের উপরে উঠবে না বলে চ্যালেঞ্জ করেছিলেন প্রশান্ত কিশোর। ঠিক তাই হল। বিজেপি দুই সংখ্যার ওপরে উঠতে পারল না। তবে এত সাফল্যের পর একটি সংবাদমাধ্যমকে ইন্টারভিউতে তিনি বললেন “আমি আর এই পেশায় থাকতে চাই না।”

কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন ? এই প্রশ্নের উত্তর খোদ নিজেই দিলেন প্রশান্ত কিশোর। তিনি বললেন ” অনেক হয়েছে। জীবনে আমি এখন অন্য কিছু করতে চাই। আইপ্যাকের দায়িত্ব আমার সহকর্মীদের হাতে তুলে দিতে চাই। আমি আমার পরিবারের সাথে গত নয় মাস ধরে দেখা করিনি এবার একটু পরিবারকেও সময় দেবো।”

তবে প্রশান্ত কিশোরের মত ঠান্ডা মস্তিষ্কের মানুষ ফের ভারতীও রাজনীতির মঞ্চে আবার অন্য রোল প্লে করবেন বলেই ধারণা অনেকের।