প্রশান্ত কিশোর, পিকে, তৃণমূল , বিজেপি, বিধানসভা ভোট
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের ফল কার্যত পাকা। বিপুল সংখ্যক ভোটে জিতে ফের ক্ষমতায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমত অবস্থায় কিছুদিন আগে সমীকরণটা ঠিক অন্য রকম ছিল। কিছুদিন আগে প্রশান্ত কিশোর নিজে তার টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন বাংলায় বিজেপি দুই সংখ্যাও পেরোতে পারবে না, না হলে তিনি তার কাজকর্ম বন্ধ করে দেবেন।

সেই ভবিষ্যৎ বানী কার্যত সত্যি হল। প্রসঙ্গত অনেকদিন ধরেই বাংলায় রাজনীতিতে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকে। অনেকে বলতে শুরু করেছিল যে, প্রশান্ত কিশোর হয়ত তৃণমূলের ভেতরে থেকে বিজেপির হয়ে কাজ করছে। হয়ত প্রশান্ত কিশোরের প্রভাব এবং নীতি শেষ হয়ে গিয়েছে।

কিন্তু এবারে বিধানসভা ভোটের ফল কিন্তু অন্য কথা বলছে। সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার ফল তৃণমূল তৃণমূলের দিকেই ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। কার্যত বাংলায় তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে তৃণমূল।

এমত অবস্থায় স্বাভাবিক ভাবেই যার নাম সবার আগে উঠে আসে তিনি হলেন প্রশান্ত কিশোর বা পিকে। কিছুদিন আগেও যাকে ভিলেন বানানো হচ্ছিল আজ ফের তিনি স্বমহিমায়। যদিও গণনা এখনও বাকি। তবে এখনও পর্যন্ত গণনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে, বাংলায় ফের তৃণমূল সরকার গঠন করতে চলেছে।

তবে আজ তৃণমূলের বাংলায় এত ভালো ফলাফল করার পর প্রশান্ত কিশোর তার পুরনো টুইট টিকে আবার সবার সামনে তুলে এনে মনে করিয়ে দেন যে তিনি কি বলেছিলেন। জেতার পরে এ যেন কাটা ঘায়ে নুন দেওয়ার মতো।