পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম কলকাতায় পা রাখলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সোমবার কলকাতায় নাগরিক সংবর্ধনায় মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়। কলকাতায় আসার পর প্রথমে এলগিন রোডে সুভাষচন্দ্র বোসের আদি বাড়ি এবং জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পর্যবেক্ষণে যান তিনি।
এই প্রথম দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে রাজ্যে আসেন। রাজ্য আসার পরেই তাঁর মুখে শোনা যায় ‘জয় হিন্দ জয় বাংলা’-র স্লোগান। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি পদার্পণের উপলক্ষে।
উক্ত অনুষ্ঠানে ডোকরার মাতৃমূর্তি দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এছাড়া এক সুন্দর সাঁওতালি নৃত্যের আয়োজন করা হয়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীও পা মেলান। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান যে, তিনি যেহেতু সংবিধানের রক্ষাকর্তৃ, তাই তিনি যেন আমাদের দেশের ঐক্যতা ধরে রাখতে সাহায্য করেন।
তিনি কলকাতা বিমানবন্দরে নামার সাথে সাথে তাঁকে স্বাগত জানান স্বয়ং রাজ্যপাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম দুদিন কলকাতার মধ্যেই তার সমস্ত কর্মসূচি সম্পন্ন করবেন। যার জন্য কলকাতার রাস্তায় যানজট নিয়ন্ত্রণেও রাখা হয়। গতকাল বেলা ১২:০০ টা থেকে দুপুর ১.৩০ টার মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে – এডিসি বোস রোড, এটিএম রোড, উত্তর ও দক্ষিণমুখী খিদিরপুর রোডে এবং ৪ টে থেকে ৬ টা পর্যন্ত অপর্ণা রোড ও রানী রাসমণি রেভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।