আলাপন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি
ছবি - নিজস্ব সংবাদদাতা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লি সরানোর নির্দেশ নিয়ে উত্তপ্ত বাংলা রাজনীতি। আজ দুপুর তিনটের সময় সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাংবাদিকদের সামনে বলেন, “প্রধানমন্ত্রীর যদি আমার উপর কোন রাগ থাকে তাহলে আমি হাতজোড় করে আপনাকে অনুরোধ করছি এই নির্দেশ ফিরিয়ে নেওয়ার জন্য।”

প্রসঙ্গত, গতকাল কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

গতকাল রাতে আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাছে একটি চিঠি আসে যেখানে তাকে নির্দেশ দেওয়া হয় যে, তাকে আগামী ৩১ শে মে সকাল দশটার মধ্যে দিল্লিতে নর্থ ব্লকে হাজিরা দিতে হবে।

সেই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর তিনটের সময় সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “প্রধানমন্ত্রী যদি আপনার আমার উপর কোন রাগ থেকে থাকে তাহলে আমি আপনার পা দুটো ধরলে যদি আপনি খুশি হন, তাতে আই হ্যাভ নো প্রবলেম। আমি হাত জোড় করে অনুরোধ করছি মুখ্যসচিবের সরানোর নির্দেশ কে ফিরিয়ে নেওয়ার জন্য।”