পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যে উদ্বেগ বেড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় করোনা সংক্রমনের হার ক্রমশ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ১৯ হাজার-এর গণ্ডি পার করেছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
অবশেষে কোভিড মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠক ভার্চুয়াল মাধ্যমেই হবে।
কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের ৯ টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৯ টি রাজ্যের জেলা শাসকের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রীর বৈঠক আজ উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ।
আরও পড়ুনঃ আজকের মত নারদা মামলার শুনানি শেষ, আপাতত চার নেতা থাকবেন জেল হেফাজতে
তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চলেছেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড ভ্যাকসিন এবং অক্সিজেন সরবরাহের দাবি করবেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের কি কি করনীয় তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। তবে ইতিমধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড ভ্যাকসিন ও অক্সিজেনের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ করোনা আবহে ১২৫০ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা রাজ্য সরকারের
জানিয়ে রাখি, কোভিড পরিস্থিতি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চলেছেন। এর মধ্যে গত ১৫ দিনে দেশের ১৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মোদী। তবে এবার রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তি দেখেই আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিবও।