পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে করোনা পরিস্থিতি অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তারি সঙ্গে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে মৃত্যু উৎসব।
গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বিশেষ করে জোর দিলেন ‘তরল মেডিকেল অক্সিজেন’ উৎপাদনের উপর। অতিমারি করোনার জেরে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। এবার সেদিকেও নজর দিলেন প্রধানমন্ত্রী।
During the three meetings with the empowered groups we discussed:
Oxygen situation and ways to further scale up capacities.
Creating more medical infrastructure.
Ways to deepen awareness on COVID-19 protocols. https://t.co/oUlMLqbr8R
— Narendra Modi (@narendramodi) April 27, 2021
দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত উন্নয়ন নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত রোগীর। বিশেষ করে সেদিকে নজর দিয়েই তিনি জানিয়েছেন, “কোভিড চিকিৎসার ঔষধ ও অক্সিজেন করোনা আক্রান্ত রোগীরা যাতে সহজেই পেতে পারেন সেদিকেই জোর দেওয়া হচ্ছে।
অক্সিজেনের ঘাটতি মেটাতে দেশের বিভিন্ন রাজ্যের অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। অক্সিজেন উৎপাদনের ওপরও জোর দেওয়া হয়েছে। গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “প্রতিদিন তরল মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়ানো হচ্ছে। তবে বর্তমানে প্রতিদিন তরল মেডিকেল অক্সিজেন উৎপাদন করা হচ্ছে ৮ হাজার ৯৮২ মেট্রিক টন।”
গতবছর আগস্ট মাসে অক্সিজেন উৎপাদন হয়েছিল ৫ হাজার ৭০০ মেট্রিক টন। এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে জানানো হয়েছে, “আগামী আগস্ট মাসের শেষের দিকে অক্সিজেন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ হাজার ২৫০ মেট্রিক টন ধার্য করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতি থেকে জানা গিয়েছে, গতকালের উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে স্বাস্থ্য পরিষেবার সুবিধাগুলি দ্রুত উন্নয়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।