পশ্চিমবঙ্গ ডেস্কঃ লাগাম ছেড়ে বেড়ে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। অতিমারি করোনার জেরে আগামিকালের চারটি সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল শুক্রবার রাজ্যে শেষ দফার ভোট প্রচারে আসার কথা ছিল নরেন্দ্র মোদীর। গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগামীকাল কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন নরেন্দ্র মোদী। তার জেরেই আগামীকাল মালদা ,মুর্শিদাবাদ, সিউড়ি সহ কলকাতার জনসভা বাতিল করলেন তিনি।
ভোট আবহের মধ্য দিয়েই করোনা সংক্রমণ বেড়ে চলেছে বলে অভিযোগ। সেই কারণে নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে নির্বাচনী প্রচার এর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিপিএম ও কংগ্রেস ভোট প্রচার কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন এনেছে।
এবার করোনা পরিস্থিতিতে একাধিক কর্মসূচি বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফার নির্বাচনী প্রচারে বঙ্গে চারটে জেলায় জনসভা করার কথা ছিল তার। সে বিষয়ে তিনি আজ বৃহস্পতিবার বিকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়ে দিলেন। আগামীকাল তিনি বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন না।
দেশের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “আগামীকাল করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এর কারনে আমি আগামীকাল পশ্চিমবঙ্গের যেতে পারবো না।’
Tomorrow, will be chairing high-level meetings to review the prevailing COVID-19 situation. Due to that, I would not be going to West Bengal.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
অতিমারি করোনার প্রভাব দেশজুড়ে যেভাবে দেখা দিয়েছে তাতে করে হাসপাতালে পর্যাপ্ত বেড পাওয়া যাচ্ছে না আবার কোথাও রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এরও সংকট দেখা দিয়েছে। কোভিড মোকাবেলায় দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী। আগামীকাল তিনি উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নেবেন যার কারণেই বঙ্গের চারটি সভা বাতিল করলেন নরেন্দ্র মোদী।