narendra modi, bjp, indian Prime minister, নারেন্দ্র মোদী, বিধানসভা নির্বাচন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা এবার পাখির চোখ করেছে গেরুয়া শিবির। বিজেপির খুঁটি ইতিমধ্যেই সাজানো শুরু হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহে রাজ্য নিয়ম করে সফরে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নাড্ডা। তবে বাংলা এবার কার দখলে ?

এবার বিধানসভার ভোটের দিনক্ষণ কিছুটা পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসামের একটি জনসভায় জানিয়েছেন আগামী ৭ মার্চ পশ্চিমবঙ্গ সহ আরো চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট এর দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, আগামী ৭ ই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

গতকাল সোমবার ২২ শে ফেব্রুয়ারি আসামের একটি বড় জনসভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে সমস্ত কিছু ঠিক ঠাক থাকলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ সহ আরো চারটি রাজ্যের বিধানসভার নির্বাচন ভোট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। কিছুটা ইঙ্গিত আগেই মিলেছিল। তারপর গতকাল প্রধানমন্ত্রী খোদ প্রকাশ করলেন বিধানসভা ভোটের দিনক্ষণ।

ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্র বাহিনী পৌঁছে গেছে। বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্র বাহিনী। একুশের নির্বাচনে যাতে কোনো অশান্তি না হয়, শান্তিপূর্ণভাবে যাতে ভোটদাতারা ভোট প্রদান করতে পারেন সেই সব বিষয়ে নজর রেখে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ- ভোটের আগে বড় ধাক্কা মমতা শিবিরে, প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

শুক্রবার রাজ্য সফরে আসছেন ডেপুটেশন নির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্যে ঘুরে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন কমিশনার। রাজ্যের কোন কোন জায়গা গুলিতে পরিস্থিতি জটিলতম, সেইসব স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য আলোচনায় বসবেন ডেপুটেশন নির্বাচন কমিশনর সুদীপ জৈন।