পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা উত্তর কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায়কে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়ের স্ত্রী। ওনার স্ত্রী কৃষ্ণা দেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বেশ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক মুকুল রায় এবং তার স্ত্রী কৃষ্ণা রায়। তিনি করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন বাড়িতে। কিন্তু তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন মুকুল রায়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে। তবে গতকাল প্রতিদ্বন্দ্বিতা ভুলে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান মুকুল রায়ের স্ত্রীকে দেখতে।
এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা গিয়েছে হাসপাতালে। তবে এবার বিজেপি বিধায়ক মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে কেন্দ্র থেকে ফোন এলো। আজ সকাল ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুকুল রায়ের কাছে ফোন করেন। প্রায় মিনিট দুয়েক কথোপকথন হয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুকুল রায়ের। ফোনালাপের মাধ্যমে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খবর নেন প্রধানমন্ত্রী মোদী।
জানিয়ে রাখি, করোনা আক্রান্ত হয়ে গত ১১ ই মে মুকুল রায়ের স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার করোনা নেগেটিভ হলেও শারীরিক জটিলতা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। গতকাল মুকুল পত্নীকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সে সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না উত্তর কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে যাওয়ার বিষয়টিকে ঘিরে কেঁপে ওঠে বিজেপির অন্দরমহল। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।