পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতবছর ঠিক এমন সময়ে দাপট দেখিয়ে ছিল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। লন্ডভন্ড করে দিয়েছিল গোটা দক্ষিণবঙ্গে। শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের ক্ষতবিক্ষত সেরে উঠতে না উঠতেই ফের বঙ্গে হানা দিতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস।
আমফানের জেরে রাজ্য জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার স্মৃতি মানুষকে ফের মনে করিয়ে দিতে বঙ্গে আসছে ইয়াস। রাজ্যজুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব দেখানোর আগে সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ইয়াস বঙ্গে আসার পূর্বে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরী ভিত্তিতে ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রের অনেক মন্ত্রী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমফান এর উৎস স্থল থেকে যে শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গের দিকে ধেয়ে আসছে তা নিয়েই জরুরি বৈঠক মোদীর।
মোদীর ওই বৈঠকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ অধিকারীকরাও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন টেলিকম, বিদ্যুৎ, যাত্রীবাহীনি, বিমান পরিবহণ ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরাও। যদিও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আমফান এর চেয়ে কম শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় ইয়াস। এই শক্তিশালী ঘূর্ণিঝড় নিজের ধ্বংসলীলা চালানোর আগে সব রকম মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীদেরকে।
ঘূর্ণিঝড়ের পূর্বে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বৈঠকে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে বা নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর জরুরিভিত্তিতে ডাকা এই বৈঠকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ অধিকারীদেরক প্রস্তুতি জানবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিপর্যয় মোকাবিলায় সব রকম পরিস্থিতির জন্য বেশ কয়েকটি ভাগে বিপর্যয় মোকাবিলার টিম ভাগ করা হবে বলেও জানা গিয়েছে।