mukul roy, bjp, narendra modi, মুকুল রায় কে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভোট উৎসব এর মধ্য দিয়েই নতুন বছরে পা রাখল রাজ্যবাসী। বঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট গ্রহণ তার মধ্য দিয়েই আজ ১৪২৭ বঙ্গাব্দ কে বিদায় জানিয়ে নতুন বর্ষে পা রেখেছে বাঙালি।

নতুন বছরে বাঙালিরা আনন্দে মেতে উঠেছে। বাঙ্গালীদের কাছে নতুন বছর মানেই নতুন আশা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। নববর্ষ কে একটি উৎসব বলা যায়। একটি উৎসবের যতটা আনন্দ করে বাঙালিরা, ঠিক তেমনি নববর্ষেও আনন্দে মেতে ওঠে বাঙালিরা। তবে বাঙালির আনন্দের দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ১’লা বৈশাখ, বৃহস্পতিবার সকালেই বাঙ্গালীদের উদ্দেশ্যে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইট করে জানিয়েছেন, “পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক।”  তারই সঙ্গে তিনি একটি ভিডিও টুইট করেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাংলায় নতুন সকাল উদয় হচ্ছে। উড়ে যাচ্ছে কত পাখি। গেরুয়া রং-এ সেজেছে বাংলার আকাশ। বাংলায় ফুটছে পদ্মফুল। এছাড়াও ভিডিওতে একটি গানও রয়েছে। গানটিতে বলা হচ্ছে এবার বাংলায় বিজেপি সরকার।

বিধানসভা নির্বাচনী ভোটকে কেন্দ্র করেই উতপ্ত বাংলা। ভোটের মধ্য দিয়েও বাংলার মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে ভিডিও টুইট করলেন প্রধানমন্ত্রী। ভিডিওটিতে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝাতে চেয়েছেন বাংলায় নতুন বছরের সাথে সাথে এবার নতুন সরকার গড়বে পদ্ম ফুল শিবির।

অনেকের মতে, প্রধানমন্ত্রী বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই একপ্রকার ভোট প্রচার সেরে ফেলেছেন। শুভেচ্ছা জানানোর দিক দিয়েই ভোট প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।