সল্টলেক,
সল্টলেক, সেক্টর ফাইভে স্কুটি চালক-কে পিষে দিয়ে পালিয়ে গেল বেসরকারি স্কুল বাস | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সল্টলেক, সেক্টর ফাইভে। বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটি চালক। ইতিমধ্যেই ওই বেসরকারি স্কুল বাস এবং বাস চালকের তল্লাশি শুরু করেছে পুলিশ।

গতকাল বুধবার সকালে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারান হাওড়া সালকিয়ার বাসিন্দা লালটু বৈদ্য। প্রতিদিনই তিনিই স্কুটিতে করে যাতায়াত করেন। প্রতিদিনের মতো এদিনও তিনি সল্টলেক, সেক্টর ফাইভ থেকে নিউটাউন এর দিকে যাচ্ছিলেন। কিন্তু সেই সময় হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা মারে স্কুল বাস। এরপর ওই স্কুটি চালক পড়ে যান। তারপর তার দেহের উপর দিয়ে চলে যায় স্কুল বাসটি। এই ঘটনা বুঝতে পেরে স্কুল বাস চালক বাসের গতি বাড়িয়ে, খুব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত সৃষ্টি হয় এবং খবর দেওয়া হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, ওই স্কুটি চালক কে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনার পর বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বাস সহ বাস চালক পলাতক। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রায় সকাল আটটা নাগাদ ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত ওই বাসের হদিস মেলেনি, ওই বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বাস চালকেরও এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। বাস নিয়ে চম্পট দিয়েছে স্কুল বাসচালক। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।