satellite, pm modi's photo, vagbat gita, ভাগবত গীতা, isro
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ২০২১ সালের প্রথম মহাকাশ অভিযান ইসরোর। আজ রবিবার সকাল ১০ টা বেজে ২৪ মিনিটে চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল PSLV-C51, Amazonia- 1। এটির সঙ্গে আরও ১৮ টি উপগ্রহ পাঠানো হয়েছে মহাকাশে। ইতিহাস সৃষ্টি করল ইসরো।

এই প্রথমবার পিএসএলভিতে থাকছে ভগবত গীতার সংস্করণ। শুধু ভগবত গীতা নয় গীতা ছাড়াও থাকছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির একটি ছবি মহাকাশযানের টপ প্যানেল বসানো হয়েছে বলে খবর। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাফল্য করতে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে।

satellite, pm modi's photo, vagbat gita, ভাগবত গীতা, isro
ছবিঃ সংগৃহীত

ভগবত গীতা ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি ছাড়াও উপগ্রহে থাকছে ২৫,০০০ জন মানুষের নাম। ইসরো জানিয়েছে, যাতে সাধারণ মানুষ মহাকাশে তাদের নাম পৌঁছাতে পারে। সেই উদ্দেশ্যে এই উপগ্রহের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করার পর একের পর এক নাম আসতেই থাকে এবং এক সপ্তাহের মধ্যে প্রায় ২৫,০০০ জন মানুষ নাম পাঠিয়েছেন। এছাড়াও ইসরো জানিয়েছে, বিদেশ থেকেও বহু নাম পাঠিয়েছেন। এছাড়াও চেন্নাইয়ের একটি স্কুল তাদের সমস্ত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নাম পাঠিয়েছেন।

মহাকাশে কেন ভাগবত গীতা পাঠানো হলো সে বিষয়ে ইসরো জানিয়েছে, অনেক দেশই তাদের নিজেদের পাঠানো উপগ্রহে বাইবেল রাখে। সেই জন্য আমরাও এখানে ভগবত গীতা রাখলাম।