পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভোটের দামামা বেজেছে মোদী-শাহের গড় গুজরাটে। ২৭ বছর ধরে গুজরাটের মসনদে রয়েছে বিজেপি সরকার। তবে এবার কংগ্রেস ও আপ দুই দলই কোমর বেঁধে নেমেছে। বিজেপিও তাদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তার জন্য তারা যা কিছু করতে প্রস্তুত। আর এর মাঝেই গুজরাটের আরাবল্লী জেলার বিজেপি সভাপতি জড়িয়ে পরলেন এক বিতর্কিত ঘটনায়।
১লা ডিসেম্বরের তারিখে গুজরাটে শুরু হয়ে গিয়েছে ভোট-যুদ্ধ। এইদিন সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। প্রথম দফায় ৮৯ টি আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে হচ্ছে। মোদী-শাহের টক্কর চলছে আপ-কংগ্রেসের সাথে।
এদিন একটি ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। সেখানে দেখা যায়, আরাবল্লী জেলার বিজেপি সভাপতিকে একটি কান্ড ঘটাতে। তাকে দেখা গেল প্রকাশ্যে মানুষদের মধ্যে মদ বিতরণ করতে। সভাপতি তার নিজের গাড়িতে বোঝাই করা মদ নিয়ে বিলি করতে করতে যাচ্ছেন। পরনে তার নীল রংঙা পাঞ্জাবি এবং মাথায় বিজেপির চিহ্নসহ গেরুয়া টুপি। এমনই এক ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
ঘটনাস্থলে পুলিশ এবং মিডিয়া এসে হাজির হয়। পুরো গাড়িসহ বিজেপির ওই সভাপতি পুলিশের হাতে ধরা পড়ে।
এদিকে দেশের প্রধানমন্ত্রী আর পাঁচটা সাধারন মানুষের মতোই লাইনে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে তার ভোট দিলেন। সকাল ৯টা নাগাদ তার এলাকার একটি স্কুলে ভোট পর্বে যোগদান করেন তিনি। ভোট দেওয়ার পরে তিনি ঘোষণা করেন যে, তার এলাকাতে সুষ্ঠুভাবেই চলছে ভোট পর্ব।