পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে ‘কাচা বাদাম’ গান। ইতিমধ্যেই সেই গান প্রতিটি মানুষের মন জয় করে ফেলেছে। এবার এই কাচা বাদাম গানেই এবার নাচ করল আলু আর্জুনের মেয়ে। মুহুর্তের মধ্যেই সেই ভিডিও নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল।
ভুবন বাধ্যকরের ভাইরাল হওয়া ‘কাচা বাদাম’ গানটি উত্তর কোরিয়া থেকে শুরু করে তানজিয়া এমনকি আমেরিকাতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও তার এই ভাইরাল হওয়া গানটি রীতিমত বাজছে সেলিব্রিটিদের ঘরে ঘরে। তামিল সুপারস্টার আলু আর্জুনের ঘরেও বাজছে এই গান।
অন্যদিকে নেট দুনিয়া ও বলিউড একই সাথে কাপাচ্ছে পুষ্পা/পুষ্প রাজ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পুষ্পা ছাড়া অন্য কিছু চোখে পড়ে না। তবে কয়েক মাস হল কাচা বাদাম গানটি ভাইরাল হয়েছে। আর সেই গানে নাচছে পুষ্পা তথা আলু আর্জুনে এর মেয়ে। একেই বলে ভাগ্য। বর্তমানে দুই ভাইরাল এক ফ্রেমে।
গতকাল আলু আর্জুন তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে ভুবন বাধ্যকরের সেই ভাইরাল হওয়া গানে নাচছেন দক্ষিণী সুপারস্টার এর মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয় সেই ভিডিও। এই ভিডিওটি আট থেকে আশি সবাই পছন্দ করেছেন। ২৪ ঘন্টার মধ্যে এই ভিডিওটিতে লাইক পড়েছে ২৯ লক্ষেরও বেশি।
View this post on Instagram
অর্থের অভাবে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার নতুন কৌশল বের করেছিলেন তিনি। যে যে জিনিসের বিনিময় তিনি বাদাম বিক্রি করতেন, তা নিয়েই তিনি করে ফেলেছিলেন আস্ত একটি গান। বীরভূম জেলার বিভিন্ন গ্রামে গ্রামে তিনি বাদাম বিক্রি করতেন, আর গাইতেন “বাদাম বাদাম দাদা কাচা বাদাম, আমার কাছে নাই কো বাবু ভাজা বাদাম।”
বাদাম বিক্রেতার এমন গান মনে ধরে এক তরুণের। তিনি ভুবন বাদ্যকর এর একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর তারপর থেকেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার এই কাঁচা বাদাম গান। নতুন পরিচিতি গড়ছে ভুবন বাধ্যকরের। তবে তার গান ভাইরাল হলেও তেমন উপকৃত হন নি তিনি।