পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বলিউড এ অনেকদিন ধরেই চলছে কুইন কঙ্গনার সাথে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের টুইট যুদ্ধ। বাগযুদ্ধে কিছুদিন আগেই সামিল হয়েছিল প্রায় গোটা বলিউড। সেক্ষেত্রে একা কঙ্গনা সকলের সাথে নিজের জায়গায় অবিচল থেকে লড়ে গেছে। এবারে সম্প্রতি কুইন কঙ্গনার সিনেমা ” তালাইভি ” আর ট্রেলার মুক্তি পায়। আর সেটা মুক্তি পেতেই পুরো বলিউডে তাঁকে ঘিরে উন্মাদনার জোয়ার বয়ে যায়।
কঙ্গনার ” তালাইভি” ট্রেলার মুক্তি পেতেই সকলেই তাঁর অভিনয় ক্ষমতার ভুয়সী প্রশংসা করেন সারা দেশ। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই কঙ্গনাকে কুর্নিশ জানায়। ” তালাইভি” মূলত দক্ষিণের সুপারস্টার রাজনীতিবিদ এবং সাংসদ জয়ললিতার জিবনী নিয়ে তৈরি।
জয়ললিতা এমনিতেই ছিলেন একজন বড় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর জীবনটা এমনিতেই ছিল রঙিন এবং একই সাথে জটিলতা পূর্ণ। সেক্ষেত্রে তাঁর জীবন নিয়ে সিনেমা হলে যে খুবই জনপ্রিয় হত সেটা বলাই বাহুল্য। সেক্ষেত্রে পরিচালকের একমাত্র পছন্দ ছিল কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা শুধু সুন্দরী এবং সাহসী নন একইসাথে দুর্দান্ত অভিনেত্রীও বটে। সবচেয়ে বেশী সংখ্যক জাতীয় পুরষ্কার পাবার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে তাপসী পান্নুও যথেষ্ট গুনী অভিনেত্রী। নিজের অভিনয় প্রতিভার জেরে বার বার দর্শকের মন জয় করে এসেছেন তিনি।
কিছুদিন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাপসী নিজের অভিনীত ছবি ” থাপ্পাড়” এর জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার নিতে উঠলে তিনি কঙ্গনার প্রশংসা করেন। তাপসীর সেই ভিডিও সামনে আসতেই কঙ্গনা রানাওয়াত তাপসীর প্রশংসা করে বলেন যে, তিনিই একমাত্র এই পুরষ্কারের দাবী রাখে। অনেকেই এই সুন্দর বক্তব্যকে দেখে মনে করছেন হয়ত দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে।