indian railway, indian railway jobs, jobs, government job, ভারতীয় রেল দপ্তর, ভারতীয় রেলে চাকরি, চাকরি, সরকারি চাকরি
Railway Recruitment: কেবলমাত্র দশম শ্রেণী পাশেই মিলবে রেলে চাকরি! বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। একাধিক নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদে। ইতিমধ্যে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।আবেদন প্রক্রিয়াটি চলবে আগামী ২রা ফেব্রুয়ারি অবধি।

মাধ্যমিক উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে ভারতীয় রেল দপ্তরে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেল সংস্থার দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফ থেকে। এই পদে চাকরি করতে ইচ্ছুক থাকলে, চাকরিপ্রার্থীকে ভারতীয় রেলের এই www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিভাবে করবেন এই পদে আবেদন সে বিষয়ে নিম্নে বর্ণনা দেওয়া রইলো।

ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হতে চলেছে ১৭৮৫ জন কর্মী। এই পদে চাকরি করতে হলে ওই চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিক পাশের ডিগ্রী যেকোনো বোর্ডের হতে পারে।

এছাড়া ওই চাকরিপ্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ৫০ শতাংশ নাম্বার নিয়ে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে রয়েছে, চাকরিপ্রার্থীর আইটিআই পাস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই সমস্ত ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।

কিভাবে এই পদের জন্য আবেদন করবেনঃ

দক্ষিণ-পূর্ব রেলের ওয়েবসাইটে গেলে একটি ফর্ম সকলের সামনে প্রদর্শিত হবে। তারপর ওই ফর্মে লেখা সব তথ্য সঠিকভাবে নিয়োগের মাধ্যমে ধাপে ধাপে ফিলাপ করতে হবে। ফর্মটি ধাপে ধাপে ফিলাপ হয়ে যাওয়ার পর ওই ফর্মে নিজের ছবি স্ক্যান করে ওই আপলোড করতে হবে। তারপর এই ফর্ম ধার্য করা ফি বাবদ মিটিয়ে, এটি সাবমিট অথবা জমা করতে হবে।

আবেদন মূল্যঃ

ভারতের রেলের ওই বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য হিসেবে সকল চাকরিপ্রার্থীকে ১০০ টাকা করে দিতে হবে বলে জানানো হয়েছে। এই ১০০ টাকা ফর্ম ফিলাপের পর অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা করতে হবে। অনলাইন পেমেন্ট অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই-ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

নির্বাচন প্রক্রিয়াঃ

এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের দশম শ্রেণীর প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে একটি মেধাতালিকা তৈরি করা হবে। এই মেধাতালিকায় যে সকল চাকরি প্রার্থীর নাম তোলা হবে সেই সকল চাকরিপ্রার্থীদেরকেই এই পদে চাকরির জন্য নির্বাচন করা হবে।