ভারতীয় রেল, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্ব জুড়ে ফের ছড়িয়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এমত অবস্থায় বিভিন্ন দেশে ফের লক ডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে মারাত্মক আকার ধারন করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে আবারও আংশিক লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লীর অবস্থা সবচেয়ে আশঙ্কা জনক। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে লক ডাউন জারি করেছে। এরই মধ্যে আসতে আসতে আবারও বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়ে যাচ্ছে ট্রেন এবং বিমান। বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন দ্রষ্টব্য স্থান।

এমত অবস্থায় সবচেয়ে বেশী চ্যালেঞ্জ হল সমস্ত করোনা বিধি মেনে রেল পরিষেবা বজায় রাখা। ইতি মধ্যে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গেছে হাওড়া এবং শিয়ালদা থেকে। একে একে আক্রান্ত হয়েছে ট্রেনের চালক থেকে গার্ড এবং রেল পুলিশ।

বর্তমানের এই মারাত্মক পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে যে, মাস্ক না পরে ট্রেনে উঠলে কিংবা প্ল্যাটফর্মে ঘুরলে হবে ৫০০ টাকা জরিমানা। এছাড়া থুতু ফেল্লেও জরিমানা করা হবে।

আগামী ৬ মাস এই নিয়ম বলবত থাকবে বলে জানিয়েছে রেল কর্তিপক্ষ। এছাড়াও করোনা অতিমারির জেরে ট্রেনে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মে স্যানিটাইজার, মাস্ক, শিল্ড দেওয়া হচ্ছে এবং একাধিক করোনা বিধি জারি করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।