পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের আক্রমণে নাজেহাল অবস্থা বিশ্বের। করোনা ভাইরাসের আক্রান্তের নিরিখে সেক্ষেত্রে ভারত উঠে এসেছে শীর্ষে। এমত অবস্থায় দিন দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
জরুরিকালীন পরিস্থিতিতে বৈঠক হচ্ছে দেশের স্বাস্থ্য দফতর, চিকিৎসক, হাসপাতাল কর্তিপক্ষ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে। রাতারাতি হাসপাতাল গুলিতে বাড়ানো হচ্ছে বেড। করোনা ভাইরাস মোকাবিলায় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল অক্সিজেন।
পর্যাপ্ত অক্সিজেনের যাতে অভাব না হয় দেশে সেই মর্মে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল মন্ত্রক। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে, যে সমস্ত রাজ্যে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত হয়েছে সে সব রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবে রেল মন্ত্রক।
A decision has been taken to start transportation of oxygen cylinders or tankers in trains. Green corridors to be introduced to ensure fast supply of oxygen:Union Minister Piyush Goyal to ANI pic.twitter.com/bmZaauWWgE
— ANI (@ANI) April 18, 2021
প্রয়োজন হলে গ্রীন করিডোর তৈরি করে সে সমস্ত রাজ্যে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করবে তারা। রেলমন্ত্রী আরও বলেন যে শুধুমাত্র করোনা কবলিত রাজ্যেই নয়, সমস্ত দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করতে তারা গ্রিন করিডরের ব্যবস্থা করবে। এছাড়া বেডের পর্যাপ্ত জোগানের উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুধু অক্সিজেন কিংবা বেড নয়, করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাক্সিনের ওপরও জোর দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি একেবারে মারাত্মক আকার নিয়েছে। মহারাষ্ট্রে ইতিমধ্যে জারি হয়েছে লক ডাউন এবং ১৪৪ ধারা।
অন্যদিকে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেক্ষেত্রে ভোট ঘিরে চলছে জনসভা এবং র্যালি। এমত অবস্থায় করোনা ভাইরাসের বার বাড়ন্ত ঘিরে যে মারাত্মক আকার ধারন করেছে সেক্ষেত্রে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে রাজনৈতিক সভা এবং র্যালি।