today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
কাল থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জানুন কত দিন চলবে আবহাওয়ার এমন দাপট

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দু-একদিনের বিরতির পর আবারও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গেও এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। ঝড় বৃষ্টি থেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য এখনো ৩-৪ দিন অপেক্ষা করতে হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৫শে মার্চ ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩৩ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৩ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৫.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ বিক্ষিপ্ত
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৩৬ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৪৯মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৮মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দুই দিনাজপুর এবং মালদা জেলা বাদে গোটা উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী কালও গোটা উত্তরবঙ্গ জুড়ে একই রকম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমতলের তুলনায় উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলিতে ঝড় বৃষ্টির প্রকোপ বেশি পরিলক্ষিত হবে।

মঙ্গলবার এবং বুধবারও উত্তরবঙ্গের বৃষ্টিপাত চলতে থাকবে তবে এই দুইদিন উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ কমবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ গোটা দক্ষিণবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে। আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে আবারো বৃষ্টি নামতে চলেছে। বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবারো আকাশ পরিস্কার হয়ে ঝলমলে রোদ উঠবে। বৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত স্থিতিশীল অবস্থাতে থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা আবারো ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
আপাতত আগামী দিন পাঁচেক গোটা উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি দেখা যাবে। আগামী সপ্তাহের বৃহস্পতি বার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত তেমন পরিবর্তিত না হলেও উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।