আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

আজকের আবহাওয়াঃ গত দুই-তিন দিন ধরে তাপমাত্রার পারদ উঠেছে চরমে। রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে বাংলার মানুষ।তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বৃষ্টির দেখা মিলেছে।

গতকালের রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে রাজ্যে এখনও বর্ষার আগমন ঘটেনি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের হাত ধরেই আগামী ১০ তারিখ বঙ্গে বর্ষার আগমন ঘটবে বাংলায়।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষার আগমন এর আগে রাজ্যের তাপমাত্রা কমাতে মাঝেমধ্যেই হালকা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে মেঘের গর্জনও খুব তান্ডব দেখাবে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়া নিয়ে বঙ্গবাসীকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ, গতকাল বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় এবং বজ্রাঘাতে পূর্ব বর্ধমানের ৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতলে।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৬৩ শতাংশ।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তারমধ্যে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদীয়া জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শোনা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।