পশ্চিমবঙ্গ ডেস্কঃ দিন দিন তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। কিন্তু শহরে বৃষ্টির কোন পাত্তাই নেই। ভাপসা গরমে রীতিমতো সেদ্ধ হয়ে উঠেছে বঙ্গবাসী। বৃষ্টির অপেক্ষায় বসে শুধুমাত্র দিন গুনছে তারা। কবে বৃষ্টি দেখা মিলবে? কবে মিলবে ক্ষণিকের স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
সকাল থেকেই বঙ্গের আকাশ জুড়ে রয়েছে মেঘাচ্ছন্ন ভাব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বরং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী .৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ কলকাতার (Today kolkata weather) আবহাওয়া:
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
উত্তরবঙ্গের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বাকি জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে শুধুমাত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আবহাওয়াবিদরা জানিয়েছেন বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গে এই হালকা বৃষ্টির কারণে সন্ধ্যের দিকে ঠান্ডা হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।