আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল থেকেই আকাশ গম্ভীর হয়ে রয়েছে। কিছুটা হলেও সূর্যকিরণের দেখা মিলেছে, কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে আজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গের বেশকিছু জেলায় আজ এবং আগামী তিন-চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে বঙ্গবাসী। গতকাল সকাল থেকেই বাংলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির ফলে জল জমতেও দেখা গিয়েছে। গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং টানা সন্ধ্যা পর্যন্ত হয়েছে বৃষ্টি। তারই দৌলতে গতকাল ঠান্ডা আবহাওয়া বিরাজ করেছে দিনভর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ১৪ ই মে উত্তর-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। ১৪ তারিখে তৈরি এই নিম্নচাপ আগামী ১৬ ই মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৪ ই মে ও ১৫ ই মে ভারী বৃষ্টিপাত হতে পারে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও গোয়াতে। ঝড় বৃষ্টির আগেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং মৎস্যজীবীদের সমুদ্র সৈকতে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা আবহে সরকারি বাস নিয়ে বড় সিদ্ধান্ত পরিবহণ মন্ত্রকের

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালো মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা রাজ্য। পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিম্নচাপ দেখা দিয়েছে রাজ্যজুড়ে। এই নিম্নচাপের জেরে বাংলায় বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
চিত্র- সংগৃহীত

আজকের (Weather) আবহাওয়া:
আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কম।

আরও পড়ুনঃ মন্ত্রী পরিষদ : মমতার মন্ত্রীসভায় কার দায়িত্বে কোন দপ্তর ? এক নজরে দেখে নিন

আজ থেকে আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ নদীয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।