weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আজকের আবহাওয়াঃ আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে | | ছবি - পশ্চিমবঙ্গ.কম

পশ্চিমবঙ্গ ডেস্কঃ নির্ধারিত সময়ের পূর্বেই বঙ্গে বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু বঙ্গবাসীর সেই আশায় জল ঢালল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরমুখী মৌসুমি বায়ু ক্রমশ তার গতি হারাচ্ছে। যার ফলে বঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আজ থেকে।

আজ বৃহস্পতিবার, সকাল থেকেই বঙ্গের আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব। গতকাল বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন-চার দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ – ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতার (Today Kolkata Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। বঙ্গের আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের আবহাওয়াঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির দেখা মিললেও আগামী তিন-চার দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না বরং আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ কলকাতার আকাশ জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে। কলকাতা এবং তার সংলগ্ণ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলবে। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার থেকে বঙ্গে ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।