রাজ চক্রবর্তী, টিএমসি, রাজ, raj chakrabarty, tmc
ছবিঃইন্সটাগ্রাম

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বঙ্গে ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনী ভোট শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে ভোট গ্রহণ পর্ব চলছে ব্যারাকপুরে। এবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক রাজ চক্রবর্তী।

২০১১ সাল থেকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আসছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনী ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শীলভদ্র দত্ত। ওই কেন্দ্রে থেকেই এবার তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন রাজ চক্রবর্তী।

সকাল থেকেই রাজ চক্রবর্তী ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে বুথে। তার মনে দীর্ঘশ্বাস এবার তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তিনি জানিয়েছেন, যে হারে ঘাসফুল শিবিরের কর্মীরা খেটে চলেছে দিনের শেষে জয় তাদেরই হবে। এছাড়াও তিনি আরো জানিয়েছেন, যেভাবে মানুষ তাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করছেন এবং তার পরিবারও তাকে ভীষণ সাপোর্ট করেছে। তার মতে এত সাপোর্ট পাওয়ার পরেও কেন তিনি হারবেন।

পরিচালক রাজ চক্রবর্তীর দীর্ঘ আশ্বাস তিনি এই নির্বাচনী ভোটে বিপুল ভোটে জয়ী হবেন। তিনি রোজ ব্যারাকপুর শহরের অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। প্রতিনিয়তই তিনি সাধারণ মানুষের অভিযোগ ও অসুবিধার কথা শুনেছেন। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তার মতে ফিডব্যাক হিসেবে ব্যারাকপুরের মানুষ নির্বাচনী ভোট দিয়ে বুঝিয়ে দেবে।

এদিন তিনি বলেন, কোন সিনেমা হিট হবে, তা ট্রেলার দেখেই বোঝা যায়। নতুন ইনিংস হলে, সিনেমা হিট হবেই। তিনি জানিয়েছেন, এবার নির্বাচনী ভোটে ৩০ থেকে ৩৫ হাজার ভোটে তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন। তবে শেষ ইনিংসটা কে খেলবে তা ২ রা মে-এর পর জানা যাবে।